বিজয় বার্তা ২৪ ডট কম
শ্রমিকদের ৫ দফা দাবীতে বাংলাদেশ জাহাজী ফেডারেশনের অর্ন্তভূক্ত বাংলাদেশ নৌযান শ্রমিক কর্মচারী ইউনিয়নের আয়োজনে বিক্ষোভ মিছিল ও মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকাল ১০ টায় নারায়ণগঞ্জ প্রেসক্লাব প্রাঙ্গনে এই মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।
সংগঠনের জেলার সভাপতি আলমগীর মাষ্টারের সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন নৌ-যান শ্রমিক ইউনিয়নের কেন্দ্রীয় সাধারণ সম্পাদক সবুজ শিকদার, সহ সভাপতি নান্নু মিয়া, সহ-সভাপতি ওহিদুল মাষ্টার মোরাদ, ডেমরা শাখার সভাপতি জাকির হোসেন, গাবতলী শাখার সভাপতি আমিন শেখ, মুন্মিগঞ্জ শাখার সভাপতি ফিরোজ আহমেদ, খোকন মিয়া, শারলিয়া শাখার সভাপতি মুরাদ হোসেন মাষ্টার সহ অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় সবুজ শিকদার বলেন, শ্রমিকদের অধিকার আদায়ে ৫ দফা দাবিতে আমার আজ মানবন্ধন করছি। প্রতিদিন নদীপথে নৌযান থামিয়ে শ্রমিকদের কাছ থেকে চাঁদাবাজি করা হয়। বিশেষ করে চর কিশোরগঞ্জে কিছু অবৈধ বালু মহল বেপোরোয়া চাদাঁবাজি করছে। রুপগঞ্জের তারাবােতেও এই চাঁদাবাজি করা হয়। যদি আগামী ১ তারিখের মধ্যে চাঁদাবাজি বন্ধ না করা হয় ও শ্রমিকদের ৫ দফা দাবি মেনে না নেওয়া হয় তাহলে সাংবাদিক সম্মেলনের মাধ্যমে আমরা আন্দোলনে যাবো।
এসময় নদীপথে চাদাবাজি, ডাকাতি, সন্ত্রাসদের দের নৌ-পুলিশের সর্ম্পক আছে বলে বক্তারা দাবী করেন এবং এই সর্ম্পক ছিন্ন করে, নৌ-যান শ্রমিকদের নিশ্চিত নিরাপত্তা প্রদানের দাবী জানান, অন্যথায় কঠোর আন্দোলনের ঘোষনা দেন।
নদীপথে চাদাবাজি, ডাকাতি, সন্ত্রাস, শ্রমিক নির্যাতন ও মেঘনা নদীর বালু মহল ইজারাদার হয়রানি নৌযান ও শ্রমিক কর্মচারীদের সনদপত্র দেখার নামে অসাধু কিছু নৌ-প্রশাসনের হয়রানী বন্ধ ও নৌ-শ্রমিকদের নূনতম মুজুরির গ্যাজেট রাষ্ট্রীয়ভাবে অবিলম্বে প্রকাশ ও বাস্তবায়ন এই ৫ দফা দাবি জানান শ্রমিকরা।