এম রায়হান কবির, বিজয় বার্তা ২৪ ডট কম
আমরা এক অদৃশ্য শত্রুর বিপক্ষে যুদ্ধে আছি, যে যুদ্ধের অস্ত্র হলো সচেতনতা, আর রাজাকার বেঈমান হলো অসেচতন ব্যাক্তিবর্গ। এই যুদ্ধের একটা পজিটিভ সাইড আছে তা হলো শত্রু আমাকে ততক্ষণ পর্যন্ত আঘাত করতে পারবেনা যতক্ষণ পর্যন্ত আমি তার কাছে না যাই, যখন সে লড়াই করার জন্য কোন মানুষ পাবেনা তখন সে এমনিতেই ভ্যানিস হয়ে যাবে।
খুব প্রাঞ্জল ও সহজ ভাষায় উপস্থাপন করার চেষ্টা করছি। আপনাকে বুঝতে হবে এবং পাশের মানুষকে বুঝাতে হবে যুদ্ধের সময়টা কেমন হয়? আপনি প্রয়োজনে খাবারের কষ্ট করুন, ডাল দিয়েও যদি কয়েকমাস ভাত খেয়ে বাঁচা যায় তাই করুন, এবং যুদ্ধে শরীক হওয়ার জন্যে নিজে কষ্ট করে হলেও যার ঘরে ডাল আর চালটা নেই তার ঘরের দিকে নজর রাখুন।
আমরা বোধহয় ঘুমিয়ে আছি, পশ্চিমা বিশ্বের লোক আমাদের চেয়ে অনেক বেশী সচেতন, তার উপরে যে দেশে গড়ে প্রতিদিন প্রায় ১ হাজার মানুষ মৃত্যুবরণ করে আপনার কি মনে হয় সে দেশের মানুষজন ভয়ে তাদের জানালার বাহিরেও মাথাটা রাখবে? সবাই নিজেকে বাঁচানোর চেষ্টা করছে তারপরেও প্রতিদিন হাজার হাজার মানুষ ঢলে পড়ছে মৃত্যুর মুখে।
করোনা নিয়ে মোটামোটি স্টাডি করার পর যেটা সবচেয়ে আফসোসের ব্যাপার ছিলো তা হলো আমাদের দেশের কিছু মানুষ ও কিছু ডাক্তার কোন প্রকার জ্ঞান ছাড়া বারবার বলে বেড়িয়েছে করোনাকে হালকা ভাবে নিতে, এই তাপমাত্রায় ছড়ায়না করোনা, আরে ভাই যে দেশের মানুষ গুজবে থানকুনি পাতা খেয়ে ফেলে সেই দেশের মানুষ তো আপনাদের মত বিজ্ঞদের এমন অবিজ্ঞ আলাপ লুফে নিয়েছে, হালকাভাবেই নিয়েছে করোনাকে, আর এখন আমরা এর ফল ভোগ করছি।
যেখানে দুনিয়ার সকল সুপার পাওয়ার ধরাশাই সেখানে আমরা কি? করোনা নিয়ে একবার বিভিন্ন স্বাস্থ্য সংস্থা ও ইন্টিলিজেন্সদের প্রিডিকশন গুলো পড়ে আসেন গা শিউরে উঠবে।
আমরা এখনো রাজনৈতিক ব্লেইম গেইম নিয়ে ব্যাস্ত, যুদ্ধের সময় সবাইকে সকল দলমত, ধর্ম নির্বিশেষে কাধে কাধ রেখে লড়ে যেতে হবে প্রিয় মাতৃভূমির জন্যে, আপনিও হতে পারেন একজন যোদ্ধা। এখন সময়টা ৩ বেলা পেট পুরে খাওয়ার না, এখন সময় কোনমতে খেয়ে জীবন বাঁচিয়ে পাশের বাড়ির অসহায় মানুষটার দুমুঠো খাওয়ার ব্যবস্থা করা, সচেতন সন্তানদের উচিৎ অভিভাবকদের বুঝানো, সচেতনতার কোন বিকল্প নাই।
আমাদের লড়তে হবে মিনিমাম আরো ৬ টি মাস, যদিও বেশীর ভাগ সংস্থার দাবী ২০২১ সাল লেগে যাবে এই অবস্থা কাটাতে কাটাতে তাও সবচেয়ে কম সময় যেখানে বেধে দেয়া তার সময়টাও সর্বনিম্ন ৬ মাস।
আপনাদের সুবিধার্থে কিছু কিছু গুরুত্বপূর্ণ অনুমান তুলে ধরছি।
★ আমরা ধারণা করছি এই ভাইরাসে আক্রান্ত হবে পৃথিবীর ৫০% মানুষ, মৃত্যুর হার অনেকগুন বেশী হবে গরীব ও উন্নতমানের চিকিৎসা ব্যবস্থা না থাকা দেশগুলোতে। – WEIU (World Economist Intelligence Unit)
★করোনা ভাইরাস রুপ নিতে পারে সিসোনাল ভাইরাসরুপে যেমন ডেঙ্গু, যা অত্যন্ত ভয়ংকর বিষয়। -CDC (U.S Centers for Disease Control and prevention)
★ আমাদের সামাজিক দূরত্ব মেনটেইন করতে হবে ২০২১ সাল পর্যন্ত। – Jhons hopkins university
★করোনার প্রকোপ সবচেয়ে বেশী হওয়ার সম্ভাবনা মে এবং জুন মাসে। – UNHC
এছাড়াও করোনা তার জ্বীন বদলেছে ৪১২ বার এবং এর রুপ বা ধরন একটি নয় এর টোটাল ৩ টি ধরন শনাক্ত করা হয়েছে ৩টি দেশে, যার দরুণ এর ভ্যাক্সিন নিয়ে কাজ করাও হয়ে পড়েছে দূর্বিষহ।
মনে রাখবেন আপনিও একজন যোদ্ধা, ঈমানী দায়িত্বের সহিত যুদ্ধক্ষেত্রে সচেতনতার অস্ত্র নিয়ে লড়াই করুন।