বিজয় বার্তা ২৪ ডট কম
আহলে সুন্নাত ওয়াল জামাতের মতাদর্শী একক ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা নারায়নগঞ্জ জেলার পক্ষ থেকে গতকাল নারায়নগঞ্জ প্রেসক্লাবের সামনে শহিদ আল্লামা নুরুল ইসলাম ফারুকী রহ এর হত্যা কারী,দেশব্যাপী জঙ্গীহামলাকারী,বক্তব্য-লিখনীর মাধ্যমে জঙ্গীবাদের উস্কানী ও মদদদাতাদের গ্রেফতার পূর্বক শাস্তির দাবিতে এক বিশাল মানববন্ধন ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়।সংগঠনের সভাপতি ছাত্রনেতা পীর মোহাম্মদের সভাপতিত্তে ও সাংগঠনিক সম্পাদক গোলাম পাঞ্জেতান এর সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন বাংলাদেশ ইসলামী ছাত্রসেনা কেন্দ্রীয় পরিষিদের প্রচার সম্পাদক ছাত্রনেতা ইমরান হোসাইন তুষার।প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন “ইসলামের নামে জঙ্গীদের এই আস্ফালন সুন্নি মুসলমানরা কখনই বরদাশত করতে পারেনা।তাই জঙ্গীবাদীদের এই উথান বন্ধে সরকার কেই পদক্ষেপ নিতে হবে”।অনুষ্ঠানে সভাপতির বক্তব্যে ছাত্রনেতা পীর মোহাম্মদ বলেন ‘ইসলামের সাথে জঙ্গীবাদিদের কোনো সমপর্ক নেই।ইসলাম কে হেয়পতিপন্ন করার জন্যই ইসলামের নাম দিয়ে মানুষ হত্যা করছে।যার উজ্জ্বল প্রমান,জঙ্গীদের কারনে ফারুকী হুজুরকে হারাতে হয়েছে।অবিলম্বে নুরুল ইসলাম ফারুকী রহঃ হত্যা কারীদের গ্রেফতার করে শাস্তির আওতায় নিয়ে আসতে হবে।নাহলে আমরা আরো কঠোর কর্মসূচী দিতে বাধ্য থাকব”।বক্তব্যে আল্লামা বাকী বিল্লাহ রহঃ এর বড় সাহেবজাদা আব্দুল মোস্তফা রাহিম বলেন “আমরা সুন্নি মুসলমানরা নবীজীর আদর্শের সৈনিক।কিন্তু আমাদের দাবী মানা না হলে আমরা আর শান্ত থাকব না।কঠোর হতে বাধ্য হব।অনুষ্ঠানে আরো বক্তব্য রাখেন জেলা ছাত্রসেনার সাধারণ সম্পাদক ছাত্রনেতা রফিকুল ইসলাম কাদেরী,মাওলানা আব্বাস উদ্দিন,জহিরুল হাসান মুন্না,আব্দুল আহাদ,মাহতাব হোসেন,নাজমুস সায়াদাত উজ্জল,মাহফুজ আহমেদ,এম এইচ শুভ সহ ইসলামী ফ্রন্ট,যুবসেনা,ও ছাত্রসেনার জেলা নেতৃবৃন্দ।
