বিজয় বার্তা ২৪ ডট কম
মাদক বিরোধী সামাজিক আন্দোলনের কর্মী মান্নান ভূঁইয়ার হত্যাচেষ্টাকারী মামলার ৬ আসামী জামিনে এসে মামলা তুলে নেওয়ার জন্য এবং ভুক্তভোগীর পরিবারকে সামাজিকভাবে মানসম্মান ক্ষুন্ন করে হয়রানী করার হুমকী দিয়েছে বলে সিদ্ধিরগঞ্জ থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। যার নং-৩৮০।
লিখিত অভিযোগে জানাযায়, মাদক বিরোধী সামাজিক আন্দালন করায় গত ১৮ই আগষ্ট হত্যার চেষ্টায় চিহ্নিত ও বহিরাগত সন্ত্রাসী এবং মাদক ব্যবসায়ীরা মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়াকে অতর্কিত হামলা করে ছুরিকাঘাত ও গুলি চালায়। গুরুতর আহত হয়ে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সিদ্ধিরগঞ্জ থানায় ৮ জনকে এবং অজ্ঞাত আরও কয়েক জনকে আসামী করে একটি মামলা দায়ের করে। মামলা নং-৪৫(৮)১৬। মামলার আসামীরা হলেন, ভুমিদস্যু শাহজাহান, স্বরাষ্ট্রমন্ত্রণালয়ের তালিকাভুক্ত মাদক ব্যবসায়ী শহিদুল্লাহ ওরফে কালা মানিক, কিলার মাষ্টার দেলু, সাজাপ্রাপ্ত আসামী দেলোয়ার হোসেন দেলু, পুলিশের সোর্স হিয়াইল্যা ইয়াছিন, অস্ত্রধারী সন্ত্রাসী সাইদুল ইসলাম, নারীলিপ্সু আব্দুর রহমান সেন্টু ও ইয়াবা ব্যবসায়ী জামান। সমাজকর্মী হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় আসামীদের আত্মীয়-স্বজন ও তাদের বাহিনী হাসপাতালে গিয়ে মান্নান ভূঁইয়াকে মামলা তুলে নেওয়ার জন্য এবং মামলা তুলে না নিলে এলাকা ছাড়া করার হুমকী প্রদান করে। বর্তমানে মামলার আসামী সেন্টু, ইয়াছিন, সাইদুল জামান জামিনে এসে গত ৭ সেপ্টেম্বর আনুমানিক রাত সাড়ে ৭ টায় এবং ৮ সেপ্টেম্বর শাহজাহান ও শহিদুল্লাহ জামিনে বেরিয়ে এসে আনুমানিক বিকাল ৫ টায় সমাজকর্মী মান্নান ভূঁইয়ার বাড়ির সামনে গিয়ে মামলা তুলে নেওয়ার জন্য গালিগালাজ করে হুমকী ধামকী দিয়ে চলে যায়। এছাড়া উল্লেখিত জামিনের আসামী ছাড়াও মামলার অন্যান্য আসামী মাষ্টার দেলু ও দেলোয়ার হোসেন দেলু এবং আসামীদের আত্মীয়-স্বজন ও মাদক ব্যবসায়ী সন্ত্রাসী বাহিনী মান্নান ভূঁইয়ার বাড়ির আশেপাশে অস্ত্রের মহড়া দিচ্ছে। ভুক্তভোগী পরিবারটি আশংকা করছে আবারও সন্ত্রাসী মাদক ব্যবসায়ীরা হামলা চালিয়ে যে কোন সময় মান্নান ভূঁইয়াকে ও তার পরিবারকে হত্যা করতে পারে এবং যে কোন উপায়ে হয়রানী করে সামাজিক ভাবে মানসম্মান ক্ষুন্ন করতে পারে। বর্তমানে পরিবারটি চরম নিরাপত্তাহীনতায় ভুগছে। শুক্রবার সকালেও আসামী ও তাদের বাহিনী এলাকায় বিভ্রান্তি ছড়িয়ে ভুক্তভোগী পরিবারটিকে ঘায়েল করার চেষ্টা করছে। এই ঘটনায় সিদ্ধিরগঞ্জ থানায় মান্নান ভূঁইয়া বাদী হয়ে একটি সাধারণ ডায়রী করেছে। যার নং-৩৮০। এই ব্যাপারে সিদ্ধিরগঞ্জ থানার ওসি, জেলা গোয়েন্দা পুলিশ ডিবি ও পুলিশ সুপার মহোদয়ের আশুহস্তক্ষেপ কামনা করেছে সমাজকর্মী মান্নান ভূঁইয়া।
