বিজয় বার্তা ২৪ ডট কম
৪৫ দিন ধরে নিখোঁজ নারায়ণড়গঞ্জের সিদ্ধিরগঞ্জের মাজেমান আলীর প্রতিবন্ধি মেয়ে মুন্নি আক্তার।
এই মানসিক প্রতিবন্ধি মেয়ে মোসাঃ মুন্নী আক্তার (১১) গত ২ জানুয়ারী বিকাল ৫ টায় সিদ্ধিরগঞ্জ থানাধীন কদমতলী খালপাড় থেকে হারিয়ে যায়। অত্র সংক্রান্তে ভিকটিমের পিতা সিদ্ধিরগঞ্জ থানায় গত ৩ জানুয়ারী একটি সাধারণ ডাইরী রুজু করেন। ৪৫ দিনেও উক্ত ভিকটিমের কোন সন্ধান না পাওয়ায় ভিকটিমের পরিবার গত ১৭ ফেব্রুয়ারী নিখোঁজ ভিকটিম উদ্ধারের সহায়তা চেয়ে পুলিশ সুপার, পিবিআই নারায়ণগঞ্জ জেলার শরনাপন্ন হয়। পুলিশ সুপার মোহাম্মদ মনিরুল ইসলাম মানসিক প্রতিবন্ধি শিশুকে উদ্ধারের জন্য এসআই (নিঃ) টিপু সুলতান কে দায়িত্ব অর্পন করেন। বিষয়টিকে মানবিক দৃষ্টিকোন থেকে বিশেষভাবে গুরুত্ব দিয়ে এসআই (নিঃ) টিপু সুলতান উক্ত নিখোঁজ ভিকটিম উদ্ধারের লক্ষ্যে তৎপর হয়ে তথ্যপ্রযুক্তি ও সামজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে ব্যাপক প্রচার প্রচারণা চালিয়ে অদ্য ১৮ ফেব্রুয়ারী গেন্ডারিয়া থানা এলাকা থেকে উদ্ধারপূর্বক ভিকটিমের পরিবারের নিকট হস্তান্তর করা হয়।