বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ ৩শ’ শয্যার করোনা হাসপাতালে নিবিড় পরিচর্যা কেন্দ্র (আইসিইউ) উদ্বোধন করা হয়েছে।
বৃহস্পতিবার দুপুরে হাসপাতাল পরিচালনা পর্ষদ এই ১০ শয্যার আইসিইউ উদ্বোধন করেন।
এ সময় উপস্থিত ছিলেন, স্থানীয় এমপি সেলিম ওসমান, ডিসি মো. জসিম উদ্দিন, সিভিল সার্জন ডা. মোহাম্মদ ইমতিয়াজ, হাসপাতালের তত্ত্বাবধায়ক ডা. গৌতম রায়, আবাসিক চিকিৎসক ডা. সামসোদ্দাহা সঞ্চয় প্রমুখ।
গত ৮ এপ্রিল করোনাভাইরাসে আক্রান্ত রোগীদের চিকিৎসার জন্য নারায়ণগঞ্জ ৩শ’ শয্যার হাসপাতালকে নির্ধারণ করা হয়। দীর্ঘ আড়াই মাস পর শয্যা আসলেও সরঞ্জামের অভাবে চালু হয়নি আইসিইউ। সরঞ্জামের সংকট থাকলেও বৃহস্পতিবার ১০ শয্যার আইসিইউ সেবা চালু করে হাসপাতাল কর্তৃপক্ষ।