বিজয় বার্তা ২৪ ডট কম
বন্দরে ইসলামবাগ এলাকায় ২৪নং ওয়ার্ড কাউন্সিলর প্রার্থী ফয়সাল আহমেদ উঠান বৈঠক অনুষ্ঠিত হয়। গতকাল বিকাল ৪টায় সাবেক কমিশনার মোসলেউদ্দিন মিয়ার নিজ বাড়ীর আঙ্গিনায় এ বৈঠক অনুষ্ঠিত হয়। সাবেক কমিশনার মোসলেউদ্দিন মিয়ার সভাপতিত্বে এ উঠান বৈঠকে নাসিক ২৪নং ওয়ার্ড নির্বাচন সমন্ধে গুরুত্বপূর্ণ আলোচনা করেন। এ সময় বক্তারা ওয়ার্ডেও বিভিন্ন সমস্যা তুলে ধরে বলেন,বিগত সময়ে আমরা যে প্রতিনিধি নির্বাচন করেছিলাম প্রতিশ্রুতি অনুযায়ী আশানুরুপ কোন কাজই সফল হয় নাই। মানুষ বিপদে পড়লে ওনি মোবাইল বন্ধ কওে রাখেন। বাসায় থাকলেও বাসার লোকজন বলেন তিনি বাড়িতে নেই। এ অভিযোগ শুধু আমাদেও মধ্যেই সিমাবদ্ধ নয় বরং গুটা ওয়ার্ডের মানুষের মুখে মুখেই এই একটি অভিযোগ বিদ্ধমান। যে রাজনীতি নিয়ে এত ব্যস্ত থাকে তার তো ওয়ার্ডের প্রতিনিধি হওয়ার দরকার নাই। যাকে মানুষ সর্ব সময় কাছে পাবে তাকে নির্বাচিত করবে। সেক্ষেত্রে সাবেক কমিশনার মোসলেউদ্দিন মিয়ার জ্যষ্ঠ ছেলেকেই আমরা সমাজ থেকে দলমত নির্বিশেষে নির্বাচন করেছি। মানুষ এখন অনেক সচেতন। মানুষ পরিবর্তন চায় এখন এ্যানালক প্রতিনিধি আর চায়না। কাউন্সিলর প্রার্থী হিসেবে ফায়সাল অত্যন্ত ভদ্র,শিক্ষিত,মিষ্টভাষী একটি যুবক। এই ওয়ার্ডে আমরা এবার তাকেই নির্বাচিত করব। এ সময় উপস্থিত ছিলেন স্থানীয় সমাজসেবক মোঃ শাহজাহান,হাবিবুর রহমান,মতিন মাতবর,ফটিকচান,আলী আহাম্মদ জিন্নাহ,খলিলুর রহমান,সেলিম রাজ,সিরাজুল ইসলাম,তাওলাদ হোসেন,বাবু মিয়া,মোঃ মাসুম,অপু,রহমান,মাহাবুব,মহসিন,মোঃ চান্দু,আবু তালেব,আবু হোসেন,আমির হোসেন,শফিউল্লাহ প্রমুখ।