বিজয় বার্তা ২৪ ডট কম
২১শে ফেব্রুয়ারি মহান শহিদ দিবস ও আন্তর্জাতিক মাতৃভাষা দিবস ২০১৮ উদযাপন উপলক্ষে আলোচনা সভা, পুরুস্কার বিতরন ও সাংস্কৃতিক সন্ধ্যা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (২১ফেব্র“য়ারি) সন্ধা ৬টায় জেলা প্রশসন নারায়ণগঞ্জ কর্তৃক আয়োজিত নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবে এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
প্রধান অতিথির বক্তব্যে জেলা প্রশাসক রাব্বী মিয়া বলেন, আমাদের মনে রাখতে হবে যে জাতি বীরদের যত বেশী সম্মান জানাতে পারবে সে জাতি তত বেশী উন্নত জাতি হিসেবে বিশ্বের দরবারে প্রতিষ্ঠিত হবে। আমরা যদি আমাদের পরবর্তী প্রজন্মদের জন্য কিছু রেখে যেতে পারি তবেই আমরা সার্থক হবো। মহান ভাষা দিসবটি দেশের সকল স্কুল গুলোতে এক সাথে আনুষ্ঠানিকতার সাথে পালন করা হচ্ছে। এ ধরনের অনুষ্ঠান পালনের জন্য আমাদের সরকারি অডিটোরিয়াম না থাকলেও এর ব্যবস্থার বিষয়টি আলোচনা চলছে এমপি মহাদয়দের সাথে। আশা করছি থুব শীঘ্রই এটির সমাধান হবে। নারায়ণগঞ্জ জেলা শিল্পকলা একাডেমীর কাজ আগামী ২/১ বছরের মধ্যেই সমাপ্ত হওয়ার কথা রয়েছে।
অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোহাম্মদ আবদুল হামিদ মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) মোস্তাফিজুর রহমান, জেলা সিভিল সার্জন ডাঃ এহসানুল হক, নারায়ণগঞ্জ রাইফেল ক্লাবের সাধারন সম্পাদক খালেদ হায়দার খাঁন কাজল, সরকারি তোলারাম কলেজের সাবেক অধ্যক্ষ ড. শিরিন বেগম সহ প্রমূখ।
পরে পুরুস্তার বিতরন ও সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে অনুষ্ঠানের পরিসমাপ্তি ঘটে।