বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র যাচাই বাছাই পর্বে ১৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর জাতীয় শ্রমিকলীগের সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান মুন্নার মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেছেন।
শনিবার সকালে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড কমিউনিটি সেন্টারে রিটার্ণিং অফিসার মো. নুরুজ্জামান তালুকদার এই মনোনয়ন পত্র বৈধ ঘোষনা করেন।
কামরুল হাসান মুন্না ১৮ নং ওয়ার্ডে দুইবার বিপুল ভোটে নির্বাচিত সফল কাউন্সিলর। তিনি শহীদ সাইদুল হাসান বাপ্পীর ছোট ভাই। ১৮ নং ওয়ার্ডের রাস্তাঘাট, মসজিদ মাদ্রাসা, মন্দির ও স্কুল নির্মাণে তার ব্যপক অবদান রয়েছে। বর্তমানে তিনি এই ওয়ার্ডকে ডিজিটাইলাজেশন করতে কাজ করছেন। এছাড়া মানসিক ভারসাম্যহীনদের কথা একটি স্কুল নির্মান করেছেন। যেখানে অসহায় মানসিক ভারসাম্যহীন ছেলে মেয়েরা লেখাপড়া করে। আগামী নাসিক নির্বাচনে নির্বাচিত হলে কামরুল হাসান মুন্না এই এলাকার সকল সমস্যা সমাধানে নতুন নতুন পদক্ষেপ গ্রহন করে আরো উন্নয়ন করবে বলে আশা ব্যক্ত করেছেন।
উল্লেখ্য গত ২৪ নভেম্বর বৃহস্পতিবার এনসিসি’র ২৭টি ওয়ার্ডে ১৭৬ জন কাউন্সিলর পদে সংরক্ষিত নারী ৯টি আসনে ৩৮ এবং মেয়র পদে ৯জন মনানয়নপত্র জমা প্রদান করেন। ২৬ নভেম্বর যাচাই বাছাই এ ঋণ খেলাপী ও অপ্রাপ্ত বয়সের কারণে ১০ জনের মনোনয়নপত্র বাতিল ঘোষনা করেছেন রির্টাণিং কর্মকর্তা। আগামী ৪ ডিসেম্বর প্রার্থীতা প্রত্যাহারের শেষ দিন। ৫ ডিসেম্বর প্রার্থীদের মধ্যে প্রতীক বরাদ্দ করা হবে এবং ২২ ডিসেম্বর নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হবে।