বিজয় বার্তা ২৪ ডট কম
আসন্ন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন নির্বাচনে মনোনয়ন পত্র জমা দিয়েছেন ১৮ নং ওয়ার্ডের বর্তমান কাউন্সিলর ও মহানগর জাতীয় শ্রমিকলীগ এর সাধারণ সম্পাদক মো. কামরুল হাসান মুন্না।
বৃহস্পতিবার সকালে নারায়ণগঞ্জ ক্লাব লিমিটেড কমিউনিটি সেন্টারে সহকারী রিটার্ণিং অফিসার মো. ওমর ফারুকের কাছে মনোনয়ন পত্র জমা দেন তিনি ।
উল্লেখ্য, নির্বাচন কমিশনের ঘোষিত তফসিল অনুযায়ী ২৪ নভেম্বর মনোনয়ন পত্র জমা দেওয়ার শেষ দিন । আগামী ২৬ ও ২৭ নভেম্বর প্রার্থীতা বাছাইকৃত করে ৫ ডিসেম্বর প্রতিক বরাদ্দ করা হবে এবং আগামী ২২ ডিসেম্বর নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশন এর নির্বাচন অনুষ্ঠিত হবে।