বিজয় বার্তা ২৪ ডট কম
বুধবার ১৩ নং ওয়াডের ৩৫ জন মা’কে (যাদের ০ থেকে ১ বছর বয়সী শিশু আছে ও মায়ের দুধ পান করে) ল্যাকটিং মাদার ভাতা বিতরন করেন ১৩নং ওয়াড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ।
খোরশেদ জানান, ভাতা প্রাপ্ত মায়েরা ২ বছরের জন্য প্রতি মাসে ৫০০ টাকা করে মোট ১২০০০ (বার হাজার) টাকা পাবেন। এই টাকা শিশুর পুষ্টিকর খাবারের জন্য ব্যায় করতে হবে।
এছাড়া আজ ১৩ নং ওয়াডের মাসদাইর গুদারাঘাট এলাকায় ২ টি রাস্তায় ব্রিক ড্রেন ও আর সিসি রাস্তা নির্মান কাজের উদ্বোধন করেন ১৩নং ওয়াড কাউন্সিলর মাকছুদুল আলম খন্দকার খোরশেদ। এ সময় এলাকার মুরুব্বীগন উপস্থিত ছিলেন।