বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাও পৌরসভার ৮ ও ৯ নং ওয়ার্ডর ১০ টি মাটির রাস্তা ও ২ টি পাকা ঘাটলার শুভ উদ্বোধন, এলাকার সার্বিক উন্নয়ন ও করোনা ভাইরাস সংক্রমণ প্রতিরোধে জনসচেতনতা মুলক আলোচনা সভা অনুুুুুষ্ঠিত হয়েছে। বুধবার বিকেলে পৌরসভার উদ্ধবগঞ্জ শাহাপুর এলাকায় এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।
প্রধান অতিথির বক্তব্যে জাতীয় স্বেচ্ছাসেবক পার্টির সভাপতি এমপি লিয়াকত হোসেন খোকা বলেন, সোনারগাঁও বাসীর খাদেম হিসেবে কাজ করতেই আল্লাহ আমাকে দায়িত্ব দিয়েছেন তাই সে যাই বলুক আমি আমার কাজ করেই যাবো।
উদ্ধোধন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সোনারগাঁ -৩ আসনের মাননীয় সাংসদ জননেতা লিয়াকত হোসেন খোকা। উক্ত অনুষ্ঠানে সভাপতিত্ব করেন সোনারগাঁও পৌরসভার মেয়র আলহাজ্ব সাদেকুর রহমান। আরো উপস্থিত ছিলেন সাবেক মেয়র আলহাজ্ব সাইদুর রহমান মোল্লা, জাতীয় মহিলা সংস্থার সোনারগাঁ উপজেলা শাখার চেয়ারম্যান ডালিয়া লিয়াকত, জাতীয় পার্টির কেন্দ্রীয় কমিটির সদস্য আবু নাঈম ইকবাল সহ নেতৃবৃন্দ।