প্রেস বিজ্ঞপ্তি: পবিত্র ঈদ এ মিলাদুন্নবী(দ:)উপলক্ষে ‘‘হিলফুল ফুযুল” শান্তি’র সংঘের আয়োজিত ৩য় বার্ষিক আজিমুশ^ান হাম্দ ও নাতে রাসূল(সা:) মাহফিল আয়োজন করা হয়েছে। ৯ মার্চ বৃহস্পবিার বাদ আসর বন্দর শাহ সিরাজ জামে মসজিদ সংলগ্ন অনুষ্ঠিত হবে। নাতে রাসূল(সা:) মাহফিলে বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজ সেবক হাজী মোহাম্মদ শাহজাহান এর সভাপতিত্বে প্রধাণ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন জাতীয় শ্রমিকলীগের সভাপতি আলহাজ¦ শুক্কুর মাহমুদ, উদ্বোধক হিসেবে উপস্থিত থাকবেন বন্দর থানা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক ও হিলফুল ফুযুল শান্তি’র সংঘের প্রধাণ উপদেষ্টা খাঁন মাসুদ। অনুষ্ঠানে বিশেষ আকর্ষন হিসেবে উপস্থিত থাকবেন আল-আযহার বিশ^বিদ্যালয় মিশর অধ্যয়ণরত আলহাজ¦ আব্দুল মোস্তফা রাহিম, বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থাকবেন ২১নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ হান্নান সরকার, ২২ নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সুলতান আহম্মেদ, ২৩ নং ওয়ার্ড কাউন্সিলর সাইফুউদ্দিন আহম্মেদ দুলাল প্রধাণ, কলাগাছিয়া ইউপি চেয়ারম্যান হাজী মোহাম্মদ দেলোয়ার হোসেন প্রধাণ, দৈনিক ভোরের কথা পত্রিকার সম্পাদক মোহাম্মদ আরিফুজ্জামান আরিফ, কলাগাছিয়া ইউপি পরিষদের ৪নং ওয়ার্ড মেম্বার হাজী মকবুল হোসেন, মোহাম্মদ লুৎফর রহমান, মোহাম্মদ কাজল খাঁন, মোহাম্মদ শরীফ হাসান চিশতি, মোহাম্মদ সোহরাব খাঁন, মোহাম্মদ ইসমাঈল হোসেন। নাতে রাসূল(সা:) পরিবেশন করিবেন আল হাস্সান ইসলামিক সাংস্কৃতিক ফোরামের মহাসচিব শায়ের মোহাম্মদ জয়নাল আবেদীন আল-কাদেরী- চট্রগ্রাম,আ’লা হযরত ইসলামিক সাংস্কৃতিক ফোরামের সিনিয়র সহ-সভাপতি শায়ের শেখ মোহাম্মদ হোসাইন রেজা কাদেরী-চট্রগ্রাম, হাফেজ শায়ের মোহাম্মদ রফিকুল ইসলাম আল-কাদেরী-নারায়ণগঞ্জ। উক্ত নাতে রাসূল (সা:) মাহফিলে আখেরী মুনাজাত পরিচালনা করবেন নারায়ণগঞ্জ সাকিন আলী জামে মসজিদ’র খতিব আলহাজ¦ মাওলানা গাজী মোহাম্মদ তামিম বিল্লাহ আল-কাদেরী। উক্ত আজিমুশ^ান হাম্দ ও নাতে রাসূল(দ:) মাহফিলে আপনার উপস্থিতি একান্তভাবে কামনা করছি এবং আজিমুশ^ান হাম্দ ও নাতে রাসূল(দ:) মাহফিল বন্দর ক্যাবল টিভিতে সরাসরি সম্প্রচার করা হবে।