বিজয় বার্তা ২৪ ডট কম
আলো ছায়া পেরিয়ে মনটাকে হারিয়ে সমতার সুরভীতে ভালবাসার উল্লাসে যে সমতার মালা তুমি পরিয়েছিলে
সে’ মালায় রোমাঞ্চিত পুলকিত উচ্ছ্বসিত হয়ে মন ভাসিয়ে ছিলাম জয়ো বসন্তের দক্ষিণা হাওয়ায়।
সময়ের দুরত্বে সে সমতার মালা অসমতার পঁচা দুর্গন্ধের অন্ধকারে হারিয়ে শিখাহীন শিখায় কুঁড়ে কুঁড়ে খায় আমায়।
তোমার অবর্তমানে কালের বিবর্তনে শিক্ষা দীক্ষা অত্যাধুনিক চলনে বলনে আভিজাত্যের অহংকারে স্বার্থান্বেষীদের ভালবাসার মিলনমেলায় অসংখ্য বিচ্ছেদের ভারে দিক-দিগন্তে ছুটে বেড়ায়।
তোমার মায়াবী ভালবাসার সে মালা কেন যেন হারিয়ে গেছে অজানায়। তাইতো অসততার দৌরাত্ম্যে সততার হাবুডুবু, হতাশার অন্ধকারে দাম শাসনের অভাব, নিত্য ব্যবহার্য জিনিসপত্র ভাবনায় অস্থির মানুষ, নির্জন নিহারিকায় সততার প্রেম বাজার খুঁজে বেড়ায়।
হারানো ফুলের হারানো সুবাসে অবিরাম বিজয় খুঁজে দূরে বহুদূরে তোমার অফুরন্ত ভালবাসায় স্বস্তি ফিরে পায়।
দুরু দুরু দুরন্ত খেয়ালির হেঁয়ালি ছন্দে, কখনো মেঘের মতো, কখনো সোনা রোদের ঝিকিমিকি উজ্জ্বলতায়, মায়াবী মায়ায় শীতল ছায়ায় হারানো প্রেমের মালা খুঁজে পাওয়া যায় লাল সবুজের আয়নায়।
সে হারানো মালা তোমার মমতা মাখা সমতা সুখের উল্লাসে হৃদয়ের সিঁড়ি বেয়ে বেয়ে বহুতল ভবনের উপরে উঠতে চায়। হয়রান হয়ে মাঝখানে ফেরি করে সব প্রেমের পন্য। বহুতলার বাসিন্দারা হারানো মালা কুড়িয়ে পেয়ে ভরা যৌবনের সুরা পানে জীবন লীলায় গোপন মালার ফুলে ফুলে মধু চুষে তৃষ্ণা মেটায়।
অতঃপর লিফট সুইচ টিপতেই বহুতল ভবনের উপর-নীচে ওঠা নামায় ব্যস্ত হয় তলায় তলায়।
এ মধু হারানো ফুলের স্বর্নালী সুন্দর জীবন গুলো বধূ হীনতায় ছুটে চলেছে অবিরাম প্রেম জোয়ারের উজান ভাটায়।
তোমার হারানো বিশ্ব মালায় জাতি নিধনের মহোৎসব অসম্ভব ব্যবধানে সাগর মহাসাগরের স্রেতের মতো ভেসে এসে তোমার সবুজ পাহাড়ের কোলে শরনার্থী শিবিরের আশ্রয় তোমার মালা অসহায় আস্তানায়।
তোমার উত্তরসুরী মানবতার সৌন্দর্যের ফুল দিয়ে নতুন মালা তৈরি করে ফুলের সুবাস ছড়িয়ে অনন্ত কালের অসম যুদ্ধে সমতা অসমতার লড়াই চালিয়ে ক্লান্ত অবসন্ন হয়ে পদ্মা তিস্তা নাফ নদীর সুইসগেইটে আটকা পড়েছে ভীষণ অসহায়ত্ব সমতা বন্টন ভাবনায়।
তোমার মালা হারানোর বেদনায় তৃষ্ণা মেটাতে সমতার অথৈ বানে তোমার ভালবাসার টানে দিক বেদিক ছুটে চলেছে সাধারণ মানুষের জীবন ব্যস্ততায় বাস্তবতায়।
উন্নয়ন গবেষণায় ফিরে এসেছে তোমার মালায়।
জানি আর ফিরে আসবেনা তোমার সেই সাধারণ অসাধারণ সমতার ফুলে ফুলে গাঁথা সে মালা
তবুও অজানায় আলোছায়ায় আমার গোপনতায় ভরসায় ভাবনায় আশায় আশায় খুঁজে ফিরি অসমতার পঁচা দুর্গন্ধের নোংরা খেলার মাঝে, হারানো মালা ফিরে আসবে বিজয়ী সুগন্ধ সমতায়।
অবশেষে খুঁজে পেলাম লাল গোলাপের পাপড়ি বৃত্ত বাহারি সবুজ পাতা বেষ্টিত নতুন প্রজন্মের আলো ছায়ায়।
দিবা আলোয় স্বপ্ন দেখি নতুন বিপ্লবে শুদ্ধি সংস্কারে হারানো মালার হারানো সুবাস ফিরে পাওয়ার চেতনায়।
প্রত্যাশায় প্রত্যাশায় সুখের স্বাধীনতায় সুখের বিজয় মহান বিজয়।
লেখক : মোঃ সেলিম মিয়া (ইনস্পেক্টর) বাংলাদেশ পুলিশ