যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া অঙ্গরাজ্যের মাউন্টেন ভিউয়ে অবস্থিত গুগলের প্রধান কার্যালয়ে হামলার হুমকি এসেছিল। ভবনে যথেষ্ট নিরাপত্তা থাকলেও পুলিশের সাহায্যে দ্রুত কার্যালয়টি ফাঁকা করে দেওয়া হয়। তবে এই ঘটনায় কেউ হতাহত কিংবা ভবনের কোনো ক্ষয়ক্ষতি হয়নি বলে জানিয়েছেন মাউন্টেন ভিউ পুলিশের একজন মুখপাত্র।
গুগলের প্রধান কার্যালয়ের কয়েকটি ভবন স্থানীয় সময় বেলা সাড়ে তিনটা থেকে পাঁচটার কিছু আগ পর্যন্ত এই সতর্কাবস্থা জারি ছিল। স্থানীয় পুলিশ এবং গুগলের নিজস্ব নিরাপত্তা দল উভয়ই সতর্ক অবস্থানে ছিল। তাৎক্ষণিকভাবে হামলার হুমকি সম্পর্কে বেশি কিছু জানাতে পারেননি গুগলের কর্মকর্তাদের কেউ। পুলিশও হামলার ধরন সম্পর্কে কিছু না বলে শুধু জানিয়েছে, সতর্ক থাকতেই তাঁরা সময়মতো সারা দিয়েছেন।
সিলিকন ভ্যালির প্রযুক্তি-বিষয়ক প্রতিষ্ঠানগুলোকে সন্ত্রাসী হামলার হুমকি হিসেবে বিবেচনা করা না হলেও এ কথা ঠিক যে গুগল, অ্যাপল, ফেসবুকের মতো প্রতিষ্ঠানগুলো যুক্তরাষ্ট্রের অর্থনৈতিক এবং সাংস্কৃতিক শক্তির প্রতীক। যুক্তরাষ্ট্রবিরোধী শিবিরের ঈর্ষা এবং হামলার বিষয়বস্তু হওয়ার ক্ষেত্রেও এসব প্রতিষ্ঠানের ঝুঁকি তাই বেশি।
সূত্র: পিসি ওয়ার্ল্ড