বিজয় বার্তা ২৪ ডট কম
অবশেষে জামিনে মুক্তি পেয়েছেন বন্দর থানা যুবলীগের সংগঠনিক সম্পাদক রেজাউল করিম রাজা। গত রোববার দুপুরে বন্দরের চাঞ্চল্যকর হাবিব হত্যা মামলায় সে আদালতে আতœসমর্পণ করলে আদালত তাকে বৃহস্পতিবার দুপুরে জামিন মঞ্জুর করেন। জামিনে মুক্তি পেয়ে যুবলীগ নেতা রাজা স্বস্থিবোধ করে বলেন,দীর্ঘ দিন পরে হলেও ভূয়া একটি মামলা থেকে জামিনে মুক্তি পেয়ে খুবই ভাল লাগছে। আমরা জাতির জনক বঙ্গবন্ধুর সৈনিক। রাজনৈতিক কারণে হামলা-মামলা দিয়ে বঙ্গবন্ধুর সৈনিকদের দমানো যায়না সেটা আবার প্রমাণিত হলো। সূত্র মতে, বন্দর রূপালী আবাসিক এলাকার মৃত আক্তার হোসেন ওরফে কাইল্লার পরিবারের সঙ্গে বন্দর থানা যুবলীগের সভাপতি রেজাউল করিম রাজার পরিবারের দীর্ঘ দিন ধরে বিরোধ চলছিল। এরই মধ্যে কাইল্লা আক্তারের ছেলে হাবিব রূপালী আবাসিক এলাকাবাসীর গণপিটুনীতে মারা যায়। ওই মামলায় পুলিশ রূপালী গেইট এলাকার পঞ্চায়েত কমিটির সভাপতি খোরশেদ আলম,যুবলীগ নেতা রেজাউল করিম রাজাসহ বেশ কয়েকজনকে আসামী বন্দ থানায় একটি হত্যা মামলা দায়ের করেন।