আনিসুজ্জামান অনু,বিজয় বার্তা ২৪ ডট কম
এবারেও চমক। সকল জল্পনা-কল্পনার অবসান ঘটিয়ে নারায়নগঞ্জ মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেনকে জেলা পরিষদের চেয়ারম্যান পদে মনোনয়ন দিয়েছেন আওয়ামীলীগের কেন্দ্রীয় মনোনয়ন বোর্ড। শুক্রবার রাতে গনভবনে স্থানীয় সরকার মনোনয়ন বোর্ডের সভা শেষে প্রার্থীদের নাম ঘোষনা করেন আওয়ামীলীগ সাধারন সম্পাদক ও সেতু মন্ত্রী ওবায়েদুল কাদের।
সূত্র জানায়, মনোনয়ন তালিকায় বর্তমান প্রশাসক আঃ হাই ও মহানগর আওয়ামীলীগ নেতা চন্দনশীলের নাম ছিল। অপরদিকে আনোয়ার হোসেন নারায়নগঞ্জ সিটি কর্পোরেশনের মেয়র পদে মনোনয়ন চেয়েছিলেন। তৃণমূল সমর্থনে মেয়র পদে আনোয়ার হোসেনের নাম কেন্দ্রে পাঠালেও সার্বিক বিবেচনায় মনোনয়নবোর্ড মেয়র পদে নৌকা প্রতীক সাবেক মেয়র ডাঃ সেলিনা হায়াত আইভির হাতে তুলে দেন।
এ নিয়ে দু‘গ্রুপে ব্যাপক মনোমালিন্য হলে প্রধানমন্ত্রী ও দলের সভানেত্রী শেখ হাসিনা নিজ উদ্যোগে উভয়পক্ষের সমঝোতা করে দিলেও মনোকষ্টে দল থেকে পদত্যাগের হুমকী দেন আনোয়ার হোসেন। এদিকে শুক্রবার রাতে মনোনয়ন বোর্ডের সভায় ওবায়দুল কাদের বলেন, নতুন মুখ স্থান দেওয়ার চেষ্টা করা হয়েছে। যারা মন্ত্রী-সাংসদ হতে পারেননি, দলেও পদ-পদবি নেই এমন নেতাদেরই খুঁজে বের করে দলীয় প্রার্থী হিসেবে সমর্থন দেওয়া হয়েছে। তারই ধারাবাহিকতায় মনোনয়ন বোর্ড জেলা পরিষদের চেয়ারম্যান পদে আনোযার হোসেনকে মনোনীত করেন।
এদিকে শুক্রবার বাদ জুম্মায় মসজিদে নামাজ পড়ার সময় মহানগর আওয়ামীলীগের সভাপতি আনোয়ার হোসেন ব্র্রেনস্ট্রোক করেন। প্রখমে তাকে নারায়ণগঞ্জ ইসলামীয়া হার্ট ফাউন্ডেশনে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে ঢাকা ল্যাব এইড হাসপাতালে প্রেরন করেন।বর্তমানে তিনি চিকিৎসাধীণ অবস্থায় রয়েছেন। নেতাকর্মীরা তার সুস্থ্যতা কামনায় দোয়া প্রার্থনা করেছেন।