বিজয় বার্তা ২৪ ডট কম
আইনজীবি সমিতির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক এড. মুহাম্মদ মহসিন মিয়ার দায়ের করা হত্যা চেষ্টার মামলায় আদালতে হাজিরা দিলেন নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির সাবেক সভাপতি ও মহানগর বিএনপির সিনিয়র সহ-সভাপতি এড. সাখাওয়াত হোসেন খান ও এড. মাইনুদ্দিন ।
রবিবার ( ১৪ জানুয়ারি ) সকাল সাড়ে দশটার দিকে নারায়ণগঞ্জ সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট মেহেদী হাসানের আদালতে হাজিরা দেন তিনি । আসামি পক্ষের আইনজীবী ছিলেন এড. জাকির হোসেন, এড. সরকার হুমায়ূন কবির, এড. মশিউর রহমান শাহীন, এড. খোরশেদ আলম মোল্লা ।
এ সময় এড. সাখাওয়াত হোসেন খান জানান, এটি একটি উদ্দেশ্যমূলক হয়রানি মামলা । এই মামলায় আমার কোন সম্পৃক্ততা নেই । ২০১৫ সালে আমি যখন নারায়ণগঞ্জ বারের সভাপতি তখনই আমার বিরুদ্ধে এই মামলা দায়ের করে এড. মুহাম্মদ মোহসিন মিয়া । মূলত তখন ছিল আইনজীবী সমিতির নির্বাচন সেই সময় এড. তৈমুর আলম ও এড. খোকন সাহার গ্রুপের মধ্যে আদালত পাড়ায় কথা কাটাকাটি ঘটনা ঘটে । পরে এড. মুহাম্মদ মোহসিন মিয়া বাদী হয়ে আমার বিরুদ্ধে ফতুল্লা থানায় হত্যা চেষ্টা ১৪২/ ৩২৩/ ৩০৭ দ্বারায় মামলা দায়ের করে । মামলা নং ১০/২০১৫ ।