বিজয় বার্তা ২৪ ডট কম
জাতীয়তাবাদী ছাত্রদলের সাবেক সাধারণ সম্পাদক, স্বেচ্ছাসেবক দলের কেন্দ্রীয় সভাপতি শফিউল বারী বাবু আজ ভোরে ফুসফুসের ইনফেকশনে আক্রান্ত হয়ে ঢাকার একটা হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেছেন (ইন্নালিল্লাহে ওয়া ইন্নাইলাইহের রাজেউন)।অত্যান্ত জনপ্রিয় এই বিএনপি নেতার মৃত্যুতে গভীর শোক জানিয়েছেন নারায়ণগঞ্জ জেলা বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মামুন মাহমুদ।
২৮/০৭/২০২০ইং তারিখে গণমাধ্যমে পাঠানো এক শোকবার্তায় অধ্যাপক মামুন মাহমুদ বলেন, শফিউল বারী বাবু একজন বিশ্বস্ত, মেধাবী, সাহসী ও রাজপথের ত্যাগী নেতা ছিলেন। একজন বুদ্ধিমান ও জনপ্রিয় সংগঠক ছিলেন। ওনার মৃত্যুতে বিএনপি একজন পরিশ্রমী ও মেধাবী নেতাকে হারালো, যেই ক্ষতি অপূরনীয়। শফিউল বারী বাবু’র মৃত্যুতে আমরা নারায়ণগঞ্জ জেলা বিএনপি ও অঙ্গ-সংগঠনের সকল নেতাকর্মী গভীর শোক প্রকাশ করছি। মরহুমের রুহের মাগফেরাত কামনা করছি। মহান আল্লাহ তায়ালা ওনাকে জান্নাতুল ফেরদৌস দান করুন।