নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪

স্বাস্থ্যমন্ত্রী নাসিমকে নারায়ণগঞ্জে আসার আহবান জানিয়েছেন নারায়ণগঞ্জ-৫ আসনের সংসদ সদস্য সেলিম ওসমান। তিনি বলেন, আপনি আমার বড় ভাই। আমার বড় ভাইয়ের নাম ছিল নাসিম। আওয়ামীলীগের জন্ম হয়েছে নারায়ণগঞ্জের বায়তুল আমানে। আমি আপনার কাছে ক্ষমা প্রার্থনা করে আপনি সহ অন্যান্য সাংসদদের সাথে নিয়ে আওয়ামীলীগের জন্মস্থান নারায়ণগঞ্জের বায়তুল আমানে আসার আমন্ত্রন জানাচ্ছি। আপনারা নারায়ণগঞ্জে এসে ঘটনাস্থল ঘুরে এলাকার মানুষের সাথে কথা বলে সত্য মিথ্যা যাচাই করেন। এরপর যদি আমি দোষী হই আমার ইসলাম ধর্ম সম্পর্কে কটুক্তি করায় শাস্তি দেওয়ার অপরাধে যদি আমার শাস্তি ফাঁসিও হয় আমি মাথা পেতে নেব।
গতকাল বৃহস্পতিবার রাতে নারায়ণগঞ্জ ক্লাব মিলনায়তনে ব্যবসায়ী, রাজনৈতিক, ধর্মীয় ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দদের সাথে মত বিনিময় কালে তিনি এসব কথা বলেন।
মত বিনিময় সভায় বিভিন্ন মসজিদের ইমাম, ব্রাহ্মন ও বৌদ্ধ ভিক্ষুরাও উপস্থিত ছিলেন।
সাংসদ সেলিম ওসমান বলেন, আমি নারায়ণগঞ্জে শিক্ষা, স্বাস্থ্য ও শিল্পায়ন নিয়ে কাজ করছি। এসব উন্নয়ন কর্মকান্ড আমার জন্য কাল হয়ে দাড়িয়েছে। এ ঘটনায় আমি রাজনৈতিক ষড়যন্ত্রের শিকার। ৭টি স্কুল করতে এ পর্যন্ত প্রায় ২২ কোটি টাকার ব্যয় করেছি। খেয়াঘাটের টোল ফ্রি করে ট্রলার বৃদ্ধি করেছি। আমি শিক্ষকের বিষয়টি বাড়াতে চাইনি কারন এতে একটি মহল সুযোগ গ্রহন করতে পারতো। অথচ সেই মহলটি এখন সত্যকে মিথ্যা বলে চালানোর চেষ্টা করেছে এখনও সক্রিয় রয়েছে। আমার জন্য আইন থাকলে যাকে বাঁচানোতে আমাকে ভগবান ডাকলেন সেই এখন কোটি টাকা দাবি করছে। সেদিন তাকে উদ্ধার করার সময় বাহিরে স্লোগান হলো নারায়ে তাকবীর আল্লাহ হু আকবর, অথচ মেধা খাটিয়ে সেখানে স্লোগান পরিবর্তন করে জয় বাংলা করে দেওয়া হলো। এটা কিসের ষড়যন্ত্র? যে ছেলেটিকে বেত্রাঘাত করা হলো সে নিজেও বিচার পেল না। অথচ লাখো মানুষের সামনে ছাত্র রিফাত আল্লাহকে সাক্ষীর রেখে বলে ছিলো শিক্ষক ইসলাম অবমাননা করেছে। আমি আবারও বলছি আল্লাহকে কটুক্তি শাস্তি হওয়ার সময় আমার উপস্থিতির কারনে আমার যদি ফাঁসিও হয়ে আমি আমি তা মেনে নিবো। তবে সামাজিক ব্যবস্থা বলে একটি বিষয় রয়েছে। একজন মানুষের জীবন বাঁচানোর অপরাধে যদি আমার এই পরিনতি হয় তাহলে ভবিষ্যতে কোন মানুষের জীবন বাঁচাতে আর কেউ এগিয়ে যাবে না।
পাশাপাশি নারায়ণগঞ্জবাসী ও ধর্ম প্রাণ মুসুল্লিদের প্রতি আহবান রেখে তিনি বলেন, আমি শুনতে পাচ্ছি ধর্ম প্রাণ মুসুল্লি ভায়েরা শুক্রবার জুম্মা নামাজের পর কর্মসূচী পালন করতে চাইছেন। আমি সকলের প্রতি অনুরোধ রাখবো ইসলাম নিয়ে কটুক্তি করার শাস্তি ইতোমধ্যে প্রধান শিক্ষক শ্যামল কান্তি ভক্ত পেয়ে গেছেন। ইসলাম শান্তির ধর্ম আপনারাও উনাকে ক্ষমা করে দেন। কোন প্রকার কর্মসূচী পালন করে সাধারণ মানুষকে কষ্ট দিয়ে শান্তি নষ্ট করবেন না। আজকে একটি তদন্ত প্রতিবেদন জমা দেওয়া হয়েছে। তাতে কতটুকু সত্য কতটুকু মিথ্যা আছে আমি জানি না। তবে শুনেছি তদন্ত কমিটি ঘটনাস্থলে গিয়ে সেই ছাত্র রিফাত ও তার মা উক্ত স্কুলের একাধিক ছাত্রের সাথে কথা বলা ছাড়াও বিভিন্ন স্থানে কাজ করেছে। তারপরও তদন্ত কমিটি বিষয়টিকে ভিন্ন খাতে প্রভাবিত করার চেষ্টা করছে তা অত্যন্ত দু:খজনক। স্কুলের ছাত্রদের তদন্তের নামে বার বার জিজ্ঞাসাবাদের পরও সত্যিটি প্রকাশ করা হচ্ছে না। এতে করে ছাত্রদেরকেও মিথ্যাবাদী বানানো হচ্ছে বলে আমি মনে করি। আগামী ২৯ মে আদালতে আরও একটি প্রতিবেদন জমা দেওয়া হবে। ওই তদন্তে যদি আমি দোষী হই আমাকে যদি জেলেও নেওয়া হয় তারপরও আপনারা শান্তি বজায় রাখবেন। রমজান মাসে যেন একটি মানুষেরও দুর্ভোগ না হয়।
বিকেএমইএ ও নারায়ণগঞ্জ চেম্বার অব কর্মাস এর সভাপতি এবং সংসদ সদস্যের দায়িত্ব পালন থেকে আবারো বিরত থাকার ঘোষণা দিয়ে তিনি ব্যবসায়ী সহকর্মীদের উদ্দেশ্যে বলেন, নারায়ণগঞ্জে কোন শ্রমিক অসন্তোষ নেই। ঈদের আগে শ্রমিকদের বেতন- বোনাস পরিশোধ করতে আমি অনেক মালিককে জেলেও পাঠিয়েছি। মালিক শ্রমিক এক টেবিলে বসে সমস্যার সমাধান করেছি। এ অবস্থা যেন বজায় থাকে। আমার ব্যবসায়ী সহকর্মীরা ঈদের আগেই যেন শ্রমিকদের বেতন-বোনাস পরিশোধ করে দেন। কোন অবস্থাতেই যেন শ্রমিক অসন্তোষ সৃষ্টি না হয়।
এ সময় মত বিনিময় সভায় উপস্থিত বিভিন্ন পেশার কয়েক হাজার শ্রমিক ও পেশাজীবী সংগঠনের নেতৃবৃন্দ তাকে উদ্দেশ্য করে মানি না মানবো না বলে স্লোগান দিতে থাকেন। তবে সেলিম ওসমান তার সিদ্ধান্তে অনঢ় থাকেন।
তিনি আরও ঘোষণা দেন নিজ অর্থায়নে যে ৭টি স্কুল নির্মান করছেন যদি তিনি সংসদ সদস্য নাও থাকেন তবুও স্কুলের কাজ বন্ধ হয়ে যাবে না।
আরও বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য লিয়াকত হোসেন খোকা, জাতীয় সংসদের সংরক্ষিত আসনের নারী সদস্য অ্যাডভোকেট হোসনে আরা বাবলী, জেলা জাতীয় পার্টির আহবায়ক আবুল জাহের, ৭৪টি শ্রমিক সংগঠনের সমন্বয়ক কাউসার আহম্মেদ পলাশ সহ আরও অনেকে।