বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ জেলা আইনজীবী সমিতির নবনির্বাচিত সাধারণ সম্পাদককে সংবর্ধনা দিয়েছে বন্দরের স্বাধীনতা যুবসংঘ। শুক্রবার (২৩ ফেব্রুয়ারি) রাতে বন্দরের আলীনগরস্থ সংগঠনের কার্যালয়ে আনুষ্ঠানিকভাবে তাকে এ সংবর্ধনা দেয়া হয়।
এসময় সৃষ্টিকর্তার প্রতি কৃতজ্ঞতা জ্ঞাপন করে এড. মোহসীন মিয়া বলেন, সাধারণ আইনজীবীরা আমার উপর যে আস্থা রেখেছেন তার প্রতিদান দেয়ার জন্য সাধ্যমতো চেষ্টা করবো। আইনজীবীদের স্বার্থরক্ষায় কখনোই পিছপা হবো না।
তিনি আরও বলেন, এ নির্বাচনে আমার নেতা একেএম শামীম ওসমান আমাকে বিজয়ী করতে যে ভূমিকা রেখেছেন এজন্য তাঁর প্রতি কৃতজ্ঞতার শেষ নেই। সাংসদ শামীম ওসমান আইনজীবীদের পাশে ছিলেন, থাকবেন।
সংগঠনের সভাপতি ফরিদ আহমাদ রানা’র সভাপতিতে ও আব্দুল গাফ্ফারের সঞ্চালনায় সভায় আরও বক্তব্য রাখেন- সংগঠনের সাধারণ সম্পাদক সাগর আলী, সাংগঠনিক সম্পাদক ফাহিম উদ্দিন, হাজী ইব্রাহিম আলম চাঁন উচ্চ বিদ্যালয় ম্যানেজিং কমিটির সদস্য রবিউল আউয়াল, এড. মোহসীন মিয়ার বন্দুমহলের পক্ষে আজাদ মাহমুদ ওসমানী ও প্রফেসর মশিউর রহমান।
অনুষ্ঠানে সংগঠনের সদস্যবৃন্দ, এড. মোহসীন মিয়ার বন্ধুমহল ও এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
প্রসঙ্গত এড. মোহসীন মিয়া বন্দরের কৃতি সন্তান।