বিজয় বার্তা ২৪ ডট কম
সৌদি আরবে বাস উল্টে সড়ক দূর্ঘটনায় নিহত হয়েছেন নারায়ণগঞ্জের দুই যুবক।
শনিবার সকালে সৌদি আরবের মদিনা থেকে জেদ্দা ফেরার পথে মহসড়কে তাদের মৃত্যু হয়। এ ঘটনায় আরো তিনজন আহত রয়েছেন। তাদের সেখানকার হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নিহতরা হলেন, নারায়ণগঞ্জের বন্দরের ছালাবাবা মাজার এলাকার আব্দুল বাতেনের ছেলে সাজ্জাদ আহমেদ সাজু এবং বন্দর কলাবাগের সালাউদ্দিনের ছেলে মেজবাহ্ উদ্দিন ফাহিম। তারা উভয়ই সম্পর্কে মামা-ভাগিনা। আহতরা হলেন, একই এলাকার মতিউর, হানিফা ও সেলিম। তারা সকলে মদিনা জান্নাতুন বাগিচা এলাকায় মাছের মার্কেটে কাজ করতো।
দূর্ঘটনার বিষয়টি নিহতে ফাহিমের ছোট ভাই ফাহাদ নিশ্চিত করেছেন।