বিজয় বার্তা ২৪ ডট কম
দেশের ছয় জেলায় সড়ক দুর্ঘটনায় আরো ১১ জনের মৃত্যু হয়েছে। সোমবার মুন্সীগঞ্জের সিরাজদীখানে দুই বাসের সংঘর্ষে চারজন, বগুড়ার শেরপুরে বাস-ট্রাক সংঘর্ষে দুই নারী, নোয়াখালীর হাতিয়ায় পুলিশের গাড়িচাপায় এক শিশু এবং মাগুরায় পিকআপ ভ্যানচাপায় দুই বাইসাইকেল আরোহী নিহত হন।
এ ছাড়া আগের দিন রবিবার মানিকগঞ্জের শিবালয়ে বাসচাপায় হ্যালোবাইক চালক ও বাগেরহাটে এক হোমিওপ্যাথি চিকিৎসক নিহত হয়েছেন। এসব ঘটনায় আহত হয়েছেন অন্তত ৮৭ জন।
মুন্সীগঞ্জ ও সিরাজদীখান : ঢাকা-মাওয়া মহাসড়কের কুচিয়ামোড়া এলাকায় সোমবার দুপুর ১টার দিকে মাওয়া থেকে ঢাকাগামী প্রচেষ্টা পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা গাংচিল পরিবহনের বাসের মুখোমুখি সংঘর্ষে ঘটনাস্থলেই এক নারীসহ চার বাসযাত্রী নিহত এবং অন্তত ৩০ জন আহত হন। আহতদের স্থানীয় হাসপাতালে ও ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। এদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক।
নিহতদের মধ্যে সাইদুল ইসলাম (২১) নামের একজনের পরিচয় জানা গেছে। তিনি শ্রীনগর উপজেলার ষোলঘর গ্রামের সাদেক হোসেনের ছেলে। দুর্ঘটনার কারণে ঢাকা-মাওয়া মহাসড়কে আধাঘণ্টা যান চলাচল বন্ধ ছিল। এ সময় শতাধিক যানবাহন আটকা পড়ে যানজটের সৃষ্টি হয়।
সিরাজদীখান থানার ওসি ইয়ারদৌস হাসান জানান, বেপরোয়াভাবে গাড়ি চালানোর কারণে নিয়ন্ত্রণ রাখতে না পেরে এ দুর্ঘটনা ঘটে। নিহতদের উদ্ধার করে ময়নাতদন্তের জন্য মুন্সীগঞ্জ জেনারেল হাসপাতালে পাঠানো হয়েছে।
শেরপুর (বগুড়া) : সোমবার ভোররাতে ঢাকা-বগুড়া মহাসড়কের মির্জাপুর আমবাগান এলাকায় রংপুর থেকে ঢাকাগামী ইউনাইটেড পরিবহনের একটি বাসের সঙ্গে বিপরীত দিক থেকে আসা লোহার অ্যাঙ্গেলবোঝাই একটি ট্রাকের সংঘর্ষ হয়। এ সময় লোহার অ্যাঙ্গেল বাসচালকের পাশের আসনে বসা দুই নারীর শরীরে ঢুকে যায়। এতে ঘটনাস্থলেই রংপুর সদর উপজেলার গঙ্গাপাড়ার এজাজুল ইসলামের স্ত্রী মোহনা খাতুন মারা যান। আর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় সকালে মারা যান একই উপজেলার পীরপুর গ্রামের প্রয়াত সমসের আলীর মেয়ে রওশন আরা। দুর্ঘটনায় আহত ২৫ জনকে হাসপাতালে ভর্তি করা হয়েছে।
নোয়াখালী (উত্তর) ও হাতিয়া : হাতিয়া উপজেলার আফাজিয়া বাজার এলাকায় পুলিশের টহল গাড়ির নিচে চাপা পড়ে সৈকত (৭) নামে এক শিশুর মৃত্যু হয়েছে। নিহত সৈকত চরঈশ্বর ইউনিয়নের তালুকদার গ্রামের শরিফ মিয়ার ছেলে।
নোয়াখালী সদর সার্কেলের সিনিয়র সহকারী পুলিশ সুপার নবজ্যোতি খীসা জানান, টহল পুলিশের গাড়ির সামনে দিয়ে শিশুটি দৌড়ে রাস্তা পার হওয়ার সময় ধাক্কা খেয়ে এ দুর্ঘটনা ঘটে। বিষয়টি নিহত শিশুর পরিবারের সঙ্গে আপস-মীমাংসা হয়েছে।
মাগুরা : মাগুরা পল্লী বিদ্যুতের ব্যবস্থাপক ইব্রাহিম আলী (৩৫) ও পারনান্দুয়ালী মোল্লাপাড়া গ্রামের চা দোকানি আবদুল কুদ্দুস (৬০) সোমবার সকাল ৮টার দিকে পৃথক বাইসাইকেলে চালিয়ে মাগুরা শহরের দিকে যাচ্ছিলেন। এ সময় পেছন থেকে দ্রুত গতির একটি পিকাআপ ভ্যান তাদের চাপা দিলে গুরুতর আহত হন তারা। মুমূর্ষু অবস্থায় উদ্ধার করে সদর হাসপাতালে নেওয়ার কিছুক্ষণ পরই তাদের মৃত্যু হয়।
মানিকগঞ্জ ও শিবালয় : ঢাকা-পাটুরিয়া মহাসড়রে উথলীর মোড়ে রোববার ঢাকাগামী একটি বাস হ্যালোবাইককে চাপা দিলে এর চালক আক্কাস আলী (২৮) গুরুতর আহত হন। পরে উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে তিনি মারা যান।
এদিকে, পৃথক ঘটনায় সোমবার ঢাকা-আরিচা মহাসড়কের মুলজান এলাকায় ঢাকাগামী খাতুন এন্টারপ্রাইজ নামের একটি যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে সড়ক বিভাজনের ওপর উঠে যায়। এ সময় পেছন দিক থেকে আসা জিয়া পরিবহন নামে অন্য একটি বাস এটিকে সজোরে ধাক্কা দিলে উভয় বাসের অন্তত ৩১ জন আহত হন।
বাগেরহাট : ফকিরহাটে বাসচাপায় আরিফুর রহমান (৪২) নামে এক হোমিওপ্যাথি চিকিৎসক নিহত হয়েছেন। রোববার রাতে ফকিরহাট উপজেলার বাগেরহাট-মাওয়া মহাসড়কের খান ফিলিং স্টেশনের সমনে এ দুর্ঘটনা ঘটে। আরিফুর তার শ্বশুর হাকিম মোড়লকে নিয়ে মোটরসাইকেলে খুলনা থেকে ওষুধ নিয়ে বাড়ি ফিরছিলেন। পথে একটি বিআরটিসি বাস চাপা দিলে তারা গুরুতর আহত হন। স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে নেওয়ার পথে আরিফুর মারা যান।
