বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁওয়ে সাত বছরের এক শিশুকে ধর্ষণ চেষ্টার মামলায় মাওলানা মোশাররফ মল্লিককে নামে এক বৃদ্ধকে কারাগারে পাঠিয়েছে আদালত। সোমবার বিকেলে নারায়ণগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রট নুর নাহার ইয়ামিন এ নির্দেশ দেন। এর আগে রোববার দিবাগত রাতে তাকে সোনারগাঁয়ে কাচঁপুর সোনাপুর থেকে গ্রেফতার করা হয়।
মাওলানা মোশারফ মল্লিক (৫৫) ঝালকাঠি জেলার কাঠালিয়া থানার চেচরী গ্রামের মৃত কালু মল্লিকের ছেলে। বর্তমানে কাঁচপুর (সোনাপুর) কুদ্দুসের বাড়ীর ভাড়াটিয়া।
সোনারগাঁও থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি রফিকুল ইসলাম জানান, রোববার সোনাপুর এলাকায় ফয়েজীয়া কওমীয়া নুরানী হাফেজীয়া মাদরাসা ও এতিম খানার ৩য় তলায় মাওলানা মোশারফ হোসেনের নিজ কক্ষে ৭ বছরের শিশুকে ধর্ষণ চেষ্টা করে। পরে শিশুটি বাড়িতে গিয়ে তার মাকে ঘটনা জানায়। এ ঘটনায় শিশুর মা বাদী হয়ে রাতে নারী ও শিশু নির্যাতন দমন আইনে মামলা করেছেন। সেই মামলায় পুলিশ তাকে গ্রেফতার আদালত প্রেরণ করে।
আদালত পুলিশের পরিদর্শক আসাদুজ্জামান জানান, আদালত আসামী কে কারাগারে পাঠিয়েছে। একই সাথে আদালতে ঘটনার বর্ণনা দিয়েছে শিশুটি।