বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁও থেকে ২ হাজার ৩৯৭ ক্যান বিয়ার ও ৪৩৩ বোতল বিদেশী মদ সহ চার মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১১। এসময় একটি প্রাইভেটকার ও কাভার্ডভ্যান জব্দ করা হয়। গ্রেফতারকৃতরা হলঃ আমজাদ হোসেন, ওয়াসিম,সুজন ও আলাল মিয়া তারা বিভিন্ন জেলার বাসিন্দা। দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজী র্যাব-১১ এর কার্যালয়ে এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান, ক্যাম্প অধিনায়ক লেঃ কর্নেল তানভীর মাহমুদ পাশা।
তিনি জানান, গ্রেফতারকৃতরা দীর্ঘদিন যাবত কৌশলে বিভিন্ন জেলায় প্রাইভেটকার ও কাভার্ডভ্যানের মাধ্যমে মাদক পাচার করে আসছে। শনিবার সন্ধ্যায় কক্সবাজারে মাদকের একটি চালান যাওয়ার সময় গোপন সংবাদের ভিত্তিতে র্যাব-১১ এর একটি দল সোনারগাঁয়ের মেঘনাঘাট এলাকায় তল্লাশি চালিয়ে বিপুল পরিমাণ বিয়ার ও বিদেশি মদ চার মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। জব্দ করা হয় মাদকের চালান এ ব্যবহৃত একটি প্রাইভেটকার ও কভার্ডভ্যান। তাদের বিরুদ্ধে বিভিন্ন থানায় মাদকের মামলা রয়েছে। এ ঘটনায় সোনারগাঁ থানায় মামলা দায়ের করা হয়েছে।