বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে বিয়ের দাবিতে প্রেমিকের বাড়িতে অবস্থান নেয়া “রোকসানা বেগমকে পিটিয়ে হত্যার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে র্যাব-১১। শুক্রবার রাতে মুন্সীগঞ্জের গঞ্জারিয়ার ভবেরচর এলাকা থেকে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতাররা হলঃ মনির হোসেন ও আমির হোসেন। দুপুরে সিদ্ধিরগঞ্জের আদমজীতে অবস্থিত র্যাব-১১’র সদর দপ্তরে এক সংবাদ সম্মেলনের এ তথ্য জানান র্যাব-১১’র অধিনায়ক লে.কর্ণেল তানভীর মাহমুদ পাশা।
তিনি জানান, গত ১৮ই জুলাই সোনারগাঁয়ের সাদিরপুর ইউনিয়নের বাইশটেকী দেওয়ান বাড়ীতে বিয়ের দাবিতে অবস্থান নেয়া এক সন্তানের জননী রোকসানা বেগমকে পিটিয়ে হত্যার ঘটনা ঘটে। এঘটনায় নিহতের ছোট ভাই এনামুল হক বাদী হয়ে সোনারগাঁ থানায় একটি হত্যা মামলা দায়ের করে। জীবিকার জন্য জামদানী শাড়ী তৈরির কাজ করতেন সে। সেই সুবাদে মনিরের সঙ্গে রোকসানা বিবাহ বহির্ভূত সম্পর্ক গড়ে উঠে। একপর্যায়ে বিয়ের জন্য তাকে চাপ দিলে সে গরিমসি করে। পরে বিয়ের দাবিতে মনিরের বাড়িতে অবস্থান নেয়। এসময় তার স্বজনরা একাধিকবার বাড়ির বাইরে টেনে হিঁচড়ে বের করে দেয় রোকসানাকে। পরে মনির ও স্ত্রীসহ অন্যান্য আসামীরা লোহার পাইপ, লাঠিসোঠা দিয়ে পিটিয়ে আহত করে। পর তাকে আশেপাশে লোকজন উদ্ধার করে আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষনা করেন। হত্যার সাথে জড়িত অন্যান্য আসামীদের গ্রেফতারের চেষ্টা চলছে।