বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগায়ে ১৪ বছরের প্রতিবন্ধী কিশোরীকে ধর্ষণের অভিযোগে বিল্লাল হোসেন (৪৫) নামে একজনকে গ্রেফতার করেছে পুলিশ। শনিবার রাতে উপজেলার কাঁচপুর খাসপাড়া এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত বিল্লাল হোসেন চাঁদপুর জেলার মতলব থানার ঘাসিরচর গ্রামের মৃত সোনা মিয়ার ছেলে।
প্রতিবন্ধী কিশোরীর ভগ্নিপতি জানায়, শুক্রবার ২৬ মার্চ সন্ধ্যায় এই ধর্ষনের ঘটনা ঘটে। তার শালিকাকে মন খারাপ অবস্থায় ও শরীরে কিছু আঘাতের দাগ দেখে জিজ্ঞেস করে কি হয়েছে জানতে চাইলে প্রতিবন্ধী শালিকা ধর্ষণের কথা খুলে বলে। কাউকে না বলার জন্য ৫০০ টাকা হাতে ধরিয়ে দিয়েছে বলেও জানায় প্রতিবন্ধী ধর্ষিতা । পরে সোানারগায়ে থানায় মামলা দায়ের করা হয়।
সোনারগাঁ থানার ওসি (তদন্ত) তবিদুর রহমান জানান, ধর্ষিতা প্রতিবন্ধী কিশোরীকে মেডিকেল পরীক্ষার জন্য হাসপাতালে পাঠানো হয়েছে এবং ধর্ষণের ঘটনায় মামলা হয়েছে। অভিযুক্তকে গ্রেফতার করা হয়েছে।