বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে ডাকাতির প্রস্তুতি কালে ৩ ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
ঢাকা চট্টগ্রাম মহাসড়কের সোনারগায়ের ছোট শিলমান্দি এলাকায় ক্যানটেকী গার্মেন্টসের সামনে থেকে গতকাল রাতে অভিযান পরিচালনা করে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের আজ দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
গ্রেফতারকৃতরা হলেন সোনারগায়ের বাড়ী মজলিস এলাকার মো. দুলালের ছেলে রুহান হোসেন(১৮), একই এলাকার মনির হোসেনের ছেলে মিজান(১৮), কুমিল্লা জেলার লক্ষনখোলা গ্রামের রুকুর ছেলে মোঃ রানা (২২)।
এ বিষয়ে সোনারগাঁও থানার ওসি রফিকুল ইসলাম জানান, নিয়মিত বিশেষ অভিযানের সময় মহাসড়কে ডাকাতির প্রস্তুতিকালে ৩ জন ডাকাতকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের আজ আদালতে পাঠানো হয়েছে। আইনশৃঙ্খলা পরিস্থিতি শান্তিপূর্ণ রাখতে এই অভিযান অব্যাহত থাকবে।