বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণঞ্জের সোনারগাঁওয়ে মদিনা গ্রুপের তেল চুরির দায়ে ছয়জনকে গ্রেফতার করেছে পুলিশ। মঙ্গলবার রাতে ওই উপজেলার মেঘনা শিল্প নগরীর মদিনা কোম্পানি থেকে তাদের গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃতরা হলেন- চাঁদপুরের কচুয়া থানার পরানপুরের কবির হোসেন পাটোয়ারীর ছেলে এমদাদ হোসেন, তাজুল পাটোয়ারীর ছেলে নজরুল ইসলাম, ব্রাহ্মণবাড়িয়া সদর থানার ফুলবাড়ীয়া গ্রামের নাসির উদ্দিন খানের ছেলে নাজিম উদ্দিন খান, কুমিল্র মুরাদনগর থানার খুরুইল গ্রামের সমেন্দ্র লাল রায়ের ছেলে আশীষ কুমার রায়, বদরপুরের চাঁন মিয়ার ছেলে ইরন মিয়া।
জানা গেছে, মেঘনা শিল্প নগরীর মদিনা সিমেন্ট ইন্ডাস্ট্রিজ লিমিটেড, মদিনা পেট্রোলিয়াম, এলপিজি স্টেশন অ্যান্ড কনভার্শন লিমিটেড তাদের অধীনে পরিচালিত ট্রাকে তেল সরবরাহ করে। লজিষ্টিকস বিভাগের অপারেশন শাখার কর্মকর্তারা তেলের স্লিপ ইস্যু করেন। যা পেট্রল পাম্পে জমা দিয়ে পাম্প অপারেটরের কাছ থেকে তেল নেয় ট্রাক ড্রাইভাররা। মদিনা পেট্রোলিয়াম, এলপিজি স্টেশন অ্যান্ড কনভার্শন লিমিটেডের পাম্প অপারেটর, অপারেশন বিভাগের কর্মকর্তা, ড্রাইভারসহ ৫-৬ জন পরস্পর যোগসাজশে তেলের আসল স্লিপের মতো দেখতে জাল স্লিপ তৈরি করে ২০২০ সালের এপ্রিল থেকে ডিসেম্বর পর্যন্ত এক কোটি ৯ লাখ ৭৩ হাজার ৮২০ টাকার তেল চুরি করে। যা পরবর্তীতে কোম্পানির তদন্তে প্রমাণিত হয়।
সোনারগাঁ থানার ওসি রফিকুল ইসলাম জানান, তেল চুরির ঘটনায় মদিনা গ্রুপের প্রশাসনিক কর্মকর্তা জাহিদুল ইসলাম মামলা করেছেন। পরে জড়িত ৬ জনকে গ্রেফতার করে পুলিশ। গ্রেফতারকৃতরা প্রাথমিক জিজ্ঞাসাবাদে তেল চুরির কথা স্বীকার করেছে। তাদের আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।