বিজয় বার্তা ২৪ ডট কম
র্যাব-১১ এর অভিযানে নারায়ণগঞ্জের কাঁচপুরে এক চাঁদাবাজকে গ্রেফতার করা হয়েছে।
সন্ধ্যয় সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের ভয়ভীতি দেখিয়ে ও হুমকি প্রদর্শন করে চাঁদাবাজি করার সময় ০১ জন চাঁদাবাজ’কে হাতে-নাতে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত চাঁদাবাজ হলো মোঃ মাহবুব আলম @ কানন (৩৭)। সে নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর সোনাপুর এলাকার মোঃ বাবুল হোসেন এর ছেলে। উক্ত অভিযানে গ্রেফতারকৃত আসামীর দখল হতে চাঁদাবাজির নগদ ৩,১৬০/- টাকা উদ্ধার করা হয়।
র্যাব-১১ এর এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানান, গ্রেফতারকৃত আসামী একজন পেশাদার চাঁদাবাজ। সে দীর্ঘদিন যাবৎ নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁ থানাধীন কাঁচপুর এলাকায় ফুটপাতের বিভিন্ন অস্থায়ী দোকান মালিকদের জানমালের ক্ষয়ক্ষতি ও ভয়ভীতি দেখিয়ে জোরপূর্বক দোকানপ্রতি দৈনিক ১০০/- টাকা থেকে ১৫০/-টাকা করে অবৈধ চাঁদা আদায় করে আসছিল। কোন দোকান মালিক চাঁদা দিতে অস্বীকার করলে গ্রেফতারকৃত আসামী তাদের মারধরসহ জীবন নাশের হুমকি প্রদান করে আসছিল। চাঁদাবাজি বন্ধে র্যাব-১১ এর অভিযান অব্যাহত থাকবে।
উক্ত বিষয়ে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।