বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার জামপুর তিলাব এলাকার আওয়ামী লীগ নেতা আল আমিনের গাড়ী পুড়িয়ে দিয়েছে দুবৃর্ত্তরা। রোববার (২২ ডিসেম্বর) রাতে এ ঘটনা ঘটে।
আল আমিন জানান, রাববার রাতে উপজেলা থেকে ফিরে আমার পাজেরো গাড়িটি বাড়ির বাহিরে রেখে রাতের খাবার খেয়ে ঘুমিয়ে পড়ি। রাত দেড়টার দিকে অজ্ঞাত দূবৃত্তরা পেট্রোল দিয়ে আমার গাড়িতে আগুন ধরিয়ে দেয়। পরে আমি গাড়ি পোড়ার গন্ধ ও শব্দ শুনে বাহিরে গিয়ে দেখি কে বা কাহারা রাতের আধারে আমার গাড়িতে আগুন লাগিয়ে দিয়েছে। এসময় বাড়ির লোক জনের সহযোগিতায় আধাঘন্টা চেষ্ঠা করে আগুন নিয়ন্ত্রণে আনি। খবর পেয়ে সোনারগাঁ থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে থানায় মামলা একটি মামলা প্রস্তুতি চলছে। আল আমিন বাসাব তিলাব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান বলেন, আগুন লাগানোর খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পাঠিয়েছি। তদন্ত করে ব্যবস্থা নেওয়া হবে ।