বিজয় বার্তা ২৪ ডট কম
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার টিপুরদী এলাকায় মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে দেশীয় অস্ত্র সহ চার ডাকাতকে গ্রেফতার করেছে পুলিশ।
সোনারগাঁ থানার উপ-পরিদর্শক (এসআই) আব্দুল হক শিকদার জানান, ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর সেতু থেকে মেঘনা সেতু পর্যন্ত কয়েকটি ডাকাত চক্র দীর্ঘদিন ধরে মহাসড়কে চলাচলরত বিভিন্ন প্রাইভেটকার ও পন্যবাহি ট্রাকে ছিনতাই ও ডাকাতি করে আসছিল। মঙ্গলবার রাতে অভিযান চালিয়ে টিপুরদী এলাকা থেকে ডাকাত চক্রের সদস্য খোকন মিয়া, জনি মিয়া, রুবেল হোসেন ও সাদ্দাম নামের চার সদস্যকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকে একটি দেশী পিস্তল, একটি চাপাতি, একটি বটি, দুটি রামদা ও চারটি মোবাইল উদ্ধার করা হয়।
গ্রেফতারকৃত খোকন মিয়া (৩২) রূপগঞ্জ উপজেলার ছনপাড়া গ্রামের হাবু সিকদারের ছেলে, রুবেল (১৯) একই এলাকার তারা মিয়ার ছেলে, সাদ্দাম ওরফে টোকাইক সাদ্দাম (২৫) মুন্সিগঞ্জ জেলার শ্রীনগর উপজেলা বিভানদি গ্রামের জব্বার মিয়ার ছেলে ও জনি (২২) একই এলাকার বসুরবাগ গ্রামের আনোয়ার হোসেনের ছেলে।
তিনি আরো জানান, গ্রেফতারকৃত ডাকাত সদস্যদের সাত দিনের রিমান্ড চেয়ে আদালতে পাঠানো হয়েছে।