বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁয়ে রোববার পুলিশের হাতে গ্রেফতারকৃত ৩ মাদকসেবীকে পৃথক মেয়াদে কারাদন্ড দিয়েছে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত শিপলুর ভ্রাম্যমান আদালত।
জানা যায়, পৌরসভার সাহাপুর এলাকা থেকে গত শনিবার রাতে ৫ গ্রাম গাঁজাসহ আব্দুল গাজীর ছেলে সফিককে গ্রেফতার করে পুলিশ। পরে গতকাল রোববার উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত শিপলু ভ্রাম্যমান আদালতের মাধ্যমে তাকে ৬ মাসের করাদন্ড দেন।
অন্যদিকে রোববার দুপুরে উপজেলার মেঘনা গ্রুপ অব ইন্ডাষ্ট্রিজের সামনে বসে গাঁজা সেবন করছিলেন জয়নাল আবেদীন ও প্রবাদ রায় নামে দুই দিনমজুর। এ সময় কারখানার নিরাপত্তারক্ষীরা তাদেরকে আটক করে পুলিশ সোপর্দ করলে উপজেলা সহকারি কমিশনার (ভূমি) রুবায়েত হায়াত শিপলুর ভ্রাম্যমান আদালত তাদেরকে ৭ দিনের কারাদন্ডাদেশ প্রদান করেন।