বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মোগরাপাড়া চৌরাস্তা বাস ষ্ট্যান্ডে বুধবার সকালে ১০ জন ভূয়া ডিবি পুলিশকে গ্রেফতার করা হয়েছে।
আটককৃতরা হলেন, নুর ইসলাম (৩২), নুরুজ্জামান মোল্লা (৪৫), কুদ্দুস(৩০), হেলাল (৩৬), মোঃ মোজাম্মেল হোসেন(৪৪), মনির হোসেন(৩৬), মাসুদ রানা(২৯), এনামুল হক(৪০), মাসুদ করিম(৪০) ও মিঠু খান(৫০)।
জেলা পুশি সুপার এক সংবাদ সম্মেলনে জানানো হয়, ১০ জন ভূয়া ডিবি পুলিশ ৬৫ লাখ টাকা ছিনতাই করার উদ্ধেশ্যে আসে। গোপন সংবাদের ভিত্তিতে সোনারগাঁ থানার এসআই মোঃ আঃ হক সিকদার এর নেতৃত্বে পুলিশের একটি বিশেষ টিম ছিনতাইকারীদের গ্রেফতার করতে অভিযান শুরু করে। অভিযান চলাকালে দুপুর দেড়টার দিকে মহাসড়কের লিজা পাম্পের সামনে রাস্তা প্রতিবন্ধকতা সৃষ্টি করে ডিবি পুলিশ পরিচয়ে ছিনতাই করার চেষ্টাকালে ১০ ভূয়া ডিবি পুলিশকে গ্রেফতার করে। এসময় তাদের কাছ থেকেডিবি ডিএমপি লেখা ৩টি কটি, ১টি ওয়াকিউটকি সেট, ১ জোড়া হ্যান্ডকাপ, ৩টি বেতের লাঠি, ছিনতাইয়ের কাজে ব্যবহৃত সাংবাদিক ষ্টিকার লাগানো ১টি প্রাইভেটকার (ঢাকা- মেট্টো-গ-২৫-৯০৬৮ ও পুলিশ ষ্টিকার লাগানো ১টি নোয়া গাড়ি (ঢাকা-মেট্টো-চ-১১-৪৭৮৬) উত্তেফাক পত্রিকার ড্রাইভার মিঠু খান নামে ১টি আইডি কার্ড ও হেলাল হোসেন নামে একটি হিউম্যান রাইটসের আইডি কার্ড উদ্ধার করি।