বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার মীরেরবাগে বিল্লাল হোসেন নামে এক ব্যবসায়ীর কাছে চাঁদা চাওয়ার ঘটনায় অভিযুক্ত পুলিশের দুই এসআইকে প্রত্যাহার করা হয়েছে।
সোমবার সকালে নারায়ণগঞ্জ পুলিশ লাইনে তাদের প্রত্যাহার করে। এ ঘটনায় অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমানকে প্রধান করে তিন সদস্য বিশিষ্ট তদন্ত কমিটি গঠন করা হয়। এ তদন্ত কমিটিকে অবিলম্বে প্রতিবেদন দাখিল করতে বলা হয়েছে।
দুই এসআইকে প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (খ অঞ্চল) সাজেদুর রহমান। তিনি জানান, এসআই আমিনুল ও এসআই আব্দুল লতিফ বিরুদ্ধে চাঁদার অভিযোগে তাদের প্রত্যাহার করা হয়।
এছাড়া এ ঘটনা তদন্তে নারায়নগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার (অপরাধ) মতিয়ার রহমান, অতিরিক্ত পুলিশ সুপার সাজেদুর রহমান ও পুলিশের বিশেষ শাখার প্রধান মামুনুর রশিদ মন্ডলকে সদস্য করে তিন সদস্য বিশিষ্ট একটি কমিটি গঠন করা হয়েছে।
প্রসঙ্গত, গত রোববার রাতে উপজেলার জামপুর ইউনিয়নের মিরেরবাগ এলাকায় সাদা পোশাকে সোনারগাঁ থানার দুই এসআই বিল্লাল হোসেন নামের ব্যবসায়ীকে মাদক ব্যবসায়ী আখ্যা দিয়ে ১০ লাখ টাকা চাদাঁ দাবি করে। চাঁদা না দেয়ায় তাকে পিটিয়ে আহত করার ঘটনায় এসআই আমিনুল ইসলাম ও এসআই লতিফ মিয়া সহ কনষ্টেবল ৯ জনকে গণপিটুনী দিয়ে ৪ ঘন্টা অবরুদ্ধ করে রেখেছে এলাকাবাসী। খবর পেয়ে নারায়ণগঞ্জ জেলার অতিরিক্ত পুলিশ সুপার মতিয়ার রহমান, অতিরিক্তপুলিশ সুপার (খ-অঞ্চল) সাজিদুর রহমান ও সোনারগাঁ থানার ওসি তদন্ত এস এম ওবায়েদুল হক রাতেই ঘটনাস্থলে উপস্থিত হয়ে অবরুদ্ধদের উদ্ধারের চেষ্টা করেন।