বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারনগাঁ উপজেলার বারদী ও শান্তিরবাজার এলাকায় গতকাল বুধবার বিকেলে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ঐতিহাসিক ৭ মার্চের ভাষণের সিডি বিতরণ করা হয়েছে। উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালামের নেতৃত্বে এ সিডি বিতরণ করা হয়।
এ সময় তার সঙ্গে ছিলেন, সনমান্দী ইউনিয়ন আওয়ামীলীগের সভাপতি মুক্তিযোদ্ধা ইসহাক মিয়া, সনমান্দী ইউনিয়নের সাবেক চেয়ারম্যান সাহাবুদ্দিন সাবু, বারদী ইউনিয়ন পরিষদের সাবেক সদস্য তাজুল ইসলাম, সোনারগাঁ পৌরসভা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক গাজী আমজাদ হোসেন, সোনারগাঁ উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রাসেল মাহমুদ, নারায়ণগঞ্জ জেলা তাঁতীলীগের সহ-সভাপতি দেওয়ান কামাল হোসেন, পৌরসভা ছাত্রলীগের সভাপতি মাহাবুবুর রহমান রবিন প্রমূখ।
বঙ্গবন্ধু ভাষণের সিডি বিতরণ কালে উপজেলা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মাহফুজুর রহমান কালাম বলেন, জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ৭ মার্চের ভাষণ ইউনেস্কোর ঐতিহাসিক দলিল (মেমোরি অব দ্যা ওয়ার্ল্ড) হিসেবে স্বীকৃতি পাওয়ায় আমরা বাঙ্গালী জাতি হিসেবে গর্বিত। বঙ্গবন্ধুর আশাকে লালন করার জন্য আগামী জাতীয় সংসদ নির্বাচনে নৌকা মার্কায় ভোট দিয়ে ফের শেখ হাসিনাকে প্রধানমন্ত্রী হিসেবে নির্বাচিন করার আহবান জানান।