বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাওঁ উপজেলার ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে গত সোমবার রাত ১১টার দিকে ঢাকা শাহজালাল বিমান বন্দর থেকে সৌদি প্রবাসী মোঃ আবুল কালাম কুমিল্লা যাওয়ার পথে মেঘনা সেতু এলাকায় ৮/১০ জনের একটি ডাকাতদল গতিরোধ করে। এসময় ডাকাতদল ১৫ হাজার সৌদি রিয়াল, নগদ ৫০ হাজার টাকা, ৫টি সামসাং মোবাইল সেটসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে পালানোর সময় পুলিশ নানাখী এলাকা থেকে জাকির হোসেন(৪৫) ও মোহাম্মদ আলী(৪৮) নামে দুই ডাকাতকে গ্রেফতার করে ডাকাতদের ব্যবহৃত দেশীয় তৈরি অস্ত্র, রাস্তা ব্যারেকেট দেয়ার সরঞ্জামাদি ও একটি লেগুনাসহ আটক করে। এ ব্যপারে থানায় একটি মামলা রেকর্ড হয়।
সোনারগাঁও থানার উপ-পরিদর্শক গোলজার হোসেন বলেন, ঢাকা শাহজালাল বিমান বন্দর থেকে কুমিল্লা চৌদ্দগ্রাম এলাকার সৌদি প্রবাসী মোঃ আবুল কালাম বাড়িতে যাওয়ার পথে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের মেঘনা সেতু এলাকায় যাওয়া মাত্র পূর্বে ওৎপেতে থাকা ৮/১০ জনের একটি ডাকাতদল তাদের গাড়ী গতিরোধ করে অস্ত্রের মুখে জিম্মি করে তাদের সাথে থাকা ১৫ হাজার সৌদি রিয়েল, নগদ ৫০ হাজার টাকা, ৫টি সামসাং মোবাইল সেট অন্যান্য মালামালসহ প্রায় ৭ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে একটি লেগুনাগাড়ী নাম্বার ছাড়া দিয়ে ঢাকার দিকে রওয়ানা দেয়। এসময় পাশে থাকা একটি ট্টাক লরির চালক লেগুনার পিছু নিয়ে উপজেলার সোনাখালি এলাকায় টহলরত পুলিশকে ঘটনাটি অবহিত করলে ডাকাতির কাজে ব্যবহৃত লেগুনা গাড়ীটিকে পুলিশকে দেখিয়ে দেয়। পরে পুলিশ ওই লেগুনার পিছু নেয়। এদিকে পিছু নেওয়া পুলিশ ওয়ালেস সেটের মাধ্যমে নানাখী এলাকায় দায়িত্বরত পুলিশকে অবহিত করলে পুলিশ সড়কে ব্যারেকেট দিয়ে আটক করে।
এ ব্যপারে ডাকাতদের নাম ঠিকানা জানতে চাইলে মামলার তদন্ত কর্মকর্তা মোঃ গোলজার হোসেন মামলার সার্থে মোহাম্মদ আলী ও জাকির হোসেন নামে দুই ডাকাতের নাম ঠিকানা দেওয়া সম্ভব নয়। কেট দিয়ে ডাকাতদের গাড়ীটি আটক করে। এসময় পুলিশের উপস্থিতি টের পেয়ে অন্য ডাকাতরা সৌদি রিয়েল নগদ টাকা ও মোবাইল সেট নিয়ে পালিয়ে গেলেও জাকির হোসেন ও মোহাম্মদ আলী নামের দুই ডাকাতকে মালামালসহ আটক করি। এসময় ডাকাতির কাজে ব্যবহৃত তিনটি চাকু, একটি চাপাতি ও রাস্তা ব্যালেকেট দেওয়ার সরঞ্জামাদি উদ্ধার করা হয়।
ডাকাতির কবলে পড়া সৌদিপ্রবাসী আবুল কালাম জানান, ডাকাতির পরপরই আমরা মেঘনা টোলপ্লাজা পুলিশকে ঘটনাটি অবহিত করি। পরে জানতে পারি সোনারগাঁ থানা পুলিশ দুই জন ডাকাতকে মালামালসহ আটক করেছে। থানায় এসে আমরা উদ্ধারকৃত মালামাল সনাক্ত করি।
এ ব্যাপারে সোনারগাঁ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা শাহ মোঃ মঞ্জুর কাদের জানান, ডাকাতি হওয়া মালামালসহ দুই ডাকাতকে পুলিশ আটক করেছে। রিয়েল, নগদ টাকা ও মোবাইল সেট উদ্ধার ও পালিয়ে যাওয়া ডাকাতদের গ্রেফতারের চেষ্টা চলছে।
