বিজয় বার্তা ২৪ ডট কম
সোনাকান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার মসজিদ নির্মাণ কাজ অত্যন্ত দ্রুততার সঙ্গে শুরু হয়েছে। রোববার বেলা ১২টায় বিশিষ্ট রাজনীতিবিদ তথা বন্দর থানা আওয়ামীলীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক,মসজিদ উন্নয়ন কমিটির সভাপতি আলহাজ্ব আবেদ হোসেনের নেতৃত্বে একঝাঁক সমাজ সেবকের স্বতঃস্ফুর্ত অংশগ্রহনে কোরআন তেলোয়াতের মধ্য দিয়ে ওই কাজের সূচনা করা হয়। এর আগে মাদ্রাসার মিলনায়তনে আলোচনা সভা অনুষ্ঠিত হয়। এনায়েতনগর পঞ্চায়েত কমিটির সভাপতি মজিবুর রহমান মাষ্টারের সভাপতিত্বে আলোচনা সভায় বক্তব্য রাখেন নারায়ণগঞ্জ সিটি কর্পোরেশনের ২১নং ওয়ার্ড কাউন্সিলর আলহাজ্ব হান্নান সরকার, মসজিদ উন্নয়ন কমিটির উপদেষ্টা এ্যাডভোকেট মোহাম্মদ নূরুল আলম,সাধারণ সম্পাদক আলহাজ্ব তাজ মোহাম্মদ,মাদ্রাসা পরিচালনা পরিষদের সভাপতি মোশারফ হোসেন খোকা,সাধারণ সম্পাদক ফিরোজ আল মুজাহিদ দুলাল ও এনায়েতনগর পঞ্চায়েত কমিটির সাধারণ সম্পাদক মোঃ মনির হোসেন। তরুন সমাজ সেবক এনামুল হক রোমানের সঞ্চালনায় এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দড়ি সোনাকান্দা পুরান জামে মসজিদ কমিটির সভাপতি জিল্লুর রহমান,দড়ি সোনাকান্দা বাইতুল আমান জামে মসজিদ কমিটির সভাপতি ডাঃ মোঃ শফিউল্লাহ,স্থানীয় সমাজ সেবক আলহাজ্ব আবদুল হাই মোঃ দুলাল হোসেন মোঃ এসহাক,আনোয়ার হোসেন,জামাল হোসেন,জাহাঙ্গীর আলম,সাইদুর রহমান চৈরা,মোঃ রাসেল মোঃ রুবেল মোঃ নাসির,লিয়াকত আলী,মোঃ হান্নু মোঃ নকিব,মনেক্কা মোঃ জসিম,আওলাদ হোসেন,আওলাদ মিয়া,মিলন মিয়া,ইমরান হোসেন,মোঃ জসিম প্রমুখসহ এলাকার সর্বস্তরের গণ্যমান্য ব্যাক্তিবর্গ। এতে দোয়া পরিচালনা করেন সোনাকান্দা মদিনাতুল উলুম ইসলামিয়া সিনিয়র মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা মোঃ শহীদুল্লাহ।

