নারায়ণগঞ্জ প্রতনিধি
নারায়ণগঞ্জে জেলা প্রশাসন ও সিটি কর্পোরেশন এবার ৬৬ টি অস্থায়ী পশুর হাটের ইজারা দিয়েছে। নদী ও সড়কপথে হাট গুলোতে পশু আসতে শুরু করেছে। হাটে বিপুল পরিমান গরু উঠলেও ক্রেতা সমাগম কম। সরকারের দেয়া স্বাস্থ্যবিধি কিছু হাটে মানা হলেও অধিকাংশ হাটে তা মানা হচ্ছে না।এতে করে করোনা সংক্রমনের স্বাস্থ্য ঝুঁকি রয়েছে।
সদর উপজেলাধীন সৈয়দপুর কয়লাঘাট সংলগ্ন নাজির ফকিরের ইজারা নেওয়া হাটে আজ সকাল থেকেই সরেজমিনে দেখা গেছে, শিশু বয়সী বাচ্চারা হাটে ঘোড়াফেড়া করছে। হাটের ক্রেতা বিক্রেতা অধিকাংশেরই ছিলনা মুখে মাস্ক। সরকারী নির্দেশনা মোতাবেক হাটে যে পরিমান স্বাস্থ্য সুরক্ষা সামগ্রী রাখার কথা তার এক ভাগও দেখা মিলেনি এই হাটে। নাম মাত্র স্প্রে করে প্রবেশ করাচ্ছে এই হাটে। যার কারনে করোনা সংক্রমন বৃদ্ধি হতে পারে। হাটগুলোতে জেলা প্রশাসনের কঠোর পদক্ষেপ গ্রহন করা দরকার বলে মনে করছেন বিশ্লেষকরা।
বিক্রেতা ও হাট কর্তৃপক্ষ জানায়, আজকে অথবা কাল বিক্রি শুরু হবে।
জেলা প্রশাসক জসিম উদ্দিন জানান, হাটে গুলোতে স্বাস্থ্যবিধি মানা না হলে বা কোন অনিয়ম হলে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহন করা হবে।
এদিকে, পুলিশ সুপার জায়েদুল আলম জানায়, নদী ও সড়ক পথে পশুবাহী কোন ট্রলার বা ট্রাক নিয়ে টানাটানি বা চাদাঁবাজি করা হলে কঠোর ব্যবস্থা নেয়া হবে। তবে সড়ক ও নদী পথে নিরাপত্তার জন্য সেখানে অতিরিক্ত আইন শৃংঙ্খলা বাহিনীর সদস্য মোতায়েন করা হয়েছে।