বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সৈয়দপুরে ভ্রাম্যমান আদালতের অভিযানে ৪ টি অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন ও এক অবৈধ সংযোগকারীকে জড়িমানা করা হয়েছে।
বুধবার দুপুরে সদর উপজেলার সৈয়দপুর এলাকায় জেলা ম্যাজিস্ট্রেটের নির্দেশে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক এর নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়েছে।
আদালত পরিচালনাকালীন প্রায় ৯২০ ফুট দৈর্ঘ্যের ০৪টি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করা হয় ও ০১ জন অবৈধ সংযোগকারীকে ১০,০০০/- টাকা অর্থদন্ড প্রদান করা হয়। এছাড়াও একই এলাকায় অবস্থিত ০১টি কয়েল ফ্যাক্টরীতে অবৈধভাবে নেয়া ০৩টি সংযোগ বিচ্ছিন্ন করা হয় এবং ২০,০০০/- টাকা জরিমানা করা হয়। অভিযান পরিচালনা কালে ০২টি বার্নার ও ০১টি গরম পানির পাত্র জব্দ করা হয়।
নারায়ণগঞ্জ তিতাস গ্যাস ট্রান্সমিশন এন্ড ডিস্ট্রিবিউশন কোম্পানী লিমিটেড’র কর্তৃপক্ষ, গোয়েন্দা সংস্থা (ডিবি), পেশকার জনাব কসিক উদ্দিন এবং পুলিশ সহযোগে এ অভিযান পরিচালনা করা হয়।
এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মেহেদী হাসান ফারুক বলেন, অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করার কার্যক্রম চলমান থাকবে। দেশের এই প্রাকৃতিক সম্পদ রক্ষায় সকলকে সহযোগিতা করার প্রয়োজন। জনস্বার্থে এ ধরনের অভিযান পরিচালনা অব্যাহত থাকবে।