বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ে মালবাহী ট্রাকের চাপায় এক পুলিশ সদস্য নিহত হয়েছেন। এময় আরো তিনজন আহত হয়।
বুধবার দিবাগত রাতে উপজেলার এশিয়ান হাইওয়ে সড়কের মদনপুর জয়দেবপুর সড়কের সিংলাবো এলাকায় এই ঘটনা ঘরে।
নিহত পুলিশ সদস্যের নাম আব্দুল হান্নান (৫৫)। সে মুন্সিগঞ্জ জেলার গজারিয়া থানার ইমামপুর এলাকার আব্দুল আজিজ সরদারের ছেলে।
সোনারগাঁ তালতলা ফাঁড়ির ইনচার্জ আহসান উল্লাহ জানান, রাতে ডিউটিতে বের হয় পুলিশ সদস্যরা। এসময় সিএনজি দিয়ে ডিউটিরত অবস্থায় মহাসড়কে একটি মালবাহী ট্রাক সজোরে ধাক্কা দেয়। এ ঘটনায় তালতলা তদন্ত কেন্দ্রের এক পুলিশ সদস্য নিহত হয়। এসময় সিএনজি চালক সহ আরো দুই পুলিশ সদস্য আহত হয়।