বিজয় বার্তা ২৪ ডট কম
সোনারগাঁ উপজেলার পঞ্চবটি এলাকায় অভিযান চালিয়ে বৃহস্পতিবার দুই মাদক সেবীকে আটক করে পুলিশ। পরে ভ্রাম্যমান আদালত তাদের ১৫ দিনের কারাদন্ড প্রদান করেন। ভ্রাম্যমান আদালত পরিচালনাকারী উপজেলা সহকারী কমিশনার (ভুমি) বিএম রুহুল আমিন রিমন বলেন, উপজেলার বৈদ্যোরবাজার ইউনিয়নের পঞ্চবটি গ্রামের মতিন মিয়ার ছেলে আল আমিন ওরফে মুসা ও একই এলাকার ফজলুল হকের ছেলে শামীম হোসেন জগৎ মাদক সেবন ও বিক্রি করে আসছে। গতকাল বৃহস্পতিবার অভিযান চালিয়ে পুলিশ তাদের আটক করে। পরে ভ্রাম্যমান আদালত পরিচালনা করে পৃথকভাবে দুজনকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করা হয়।
এদিকে সাজাপ্রাপ্ত শামীম হোসেন জগৎ অভিযোগ করে বলেন, উপ-পরিদর্শক (এসআই) মাসুদ রানার নেতৃত্বে কয়েক পুলিশ আমাকে আটক করে। পরে তারা আমার কাছে থাকা নগদ ২০ হাজার টাকা ছিনিয়ে নেয়। অপরদিকে এসআই মাসুদ রানা বলেন, টাকা ছিনিয়ে নেওয়ার বিষয়টি অস্বীকার করেন।