বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁয়ের কাঁচপুর নয়াবাড়ি এলাকায় অভিযান চালিয়ে বিপুল পরিমাণ মাদকসহ দুইজনকে আটক করেছে র্যাব।
শনিবার দুপুরে তাদের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে সোনারগাঁ থানায় মামলা হয়েছে। এর আগে শুক্রবার রাতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের কাঁচপুর নয়াবাড়ি এলাকা থেকে তাদের আটক করা হয়।
আটকরা হলেন- কুমিল্লার চান্দিনা উপজেলার আব্দুল কাদেরের ছেলে বাবুল আলম ওরফে জাহাঙ্গীর ও মৌলভীবাজার সদর উপজেলার ধনাশ্রী এলাকার রনবীর দেবের ছেলে রঙ্গলাল দেব ওরফে রিংকু।
র্যাব-১১ এর অ্যাডিশনাল এসপি আলেপ উদ্দিন জানান, শুক্রবার রাতে নয়াবাড়ি এলাকায় মহাসড়কের ঢাকাগামী একটি প্রাইভেটকারে তল্লাশি চালানো হয়। এ সময় প্রাইভেটকার থেকে ১৮ কেজি গাঁজা ও ১৯৬ বোতল ফেনসিডিলসহ দুইজনকে আটক করা হয়।
Discussion about this post