বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ উপজেলার কাঁচপুর ইউপির সুখেরটেক এলাকায় একটি বালুর মাঠ থেকে সফেদা বেগম (৩৬) নামের দুই সন্তানের জননীর লাশ উদ্ধার করেছে পুলিশ। শনিবার (২৮ডিসেম্বর) সকালে লাশটি উদ্ধার করে ময়না তদন্তের জন্য নারায়ণগঞ্জ জেনারেল হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়।
নিহত সফেদার মা মোমেলা বেগম জানান, শুক্রবার সন্ধ্যার দিকে সফেদা বেগমের সাথে তার স্বামী তাফাজ্জল হোসেনের পরিবারিক কলহের জের ধরে ঝগড়া হয়। একপর্যায়ে স্বামী তাফাজ্জল হোসেন রাগ করে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ি চলে যান। রাত আনুমানিক ৮টার দিকে সফেদা বেগম ঘর থেকে বের হন। এরপর বিভিন্ন জায়গায় খুঁজে তার সন্ধান পাওয়া যায়নি।
শনিবার সকালে বাড়ীর পাশের বালুর মাঠে তার লাশ পাওয়া যায়।
সোনারগাঁ থানার ওসি মনিরুজ্জামান জানান, নিহতের শরীরের কোথাও কোনো আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। ময়নাতদন্তের রিপোর্ট হতে পেলে তার মৃত্যৃর কারণ জানা যাবে।