বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণঞ্জের সোনারগাঁয়ে কাভার্ড ভ্যানে ফেনসিডিল পাচারকালে ৪৭০ বোতল ফেনসিডিল সহ ৩ জন মাদক ব্যবাসায়ীকে গ্রেফতার করেছে র্যাব। এসময় তাদের কাছে থেকে একটি কাভার্ড ভ্যান জব্দ করা হয়।
রবিবার ভোরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আষারিয়ার চর মেঘনা ঘাটস্থ এলাকায় র্যাব-১১ এর চেকপোস্ট বসিয়ে অভিযান করে তাদের গ্রেফতার করে।
গ্রেফতারকৃতরা হলোঃ মোঃ জহিরুল আলম (৩২), মোঃ জামাল হোসেন (২৮) ও মোঃ আকাশ (১৯)।
এ বিষয়ে এক সংবাদ বিজ্ঞপ্তিতে র্যাব-১১ এর ভারপ্রাপ্ত কোম্পানি কমান্ডার জসিম উদ্দিন চৌধুরী জানান পণ্য বোঝাই চট্টগ্রাম হতে ঢাকাগামী একটি হলুদ রংয়ের কাভার্ড ভান এ তল্লাশী করে ৪৭০ বোতল ফেনসিডিল উদ্ধারসহ ০৩ জন মাদক ব্যবসায়ী’কে গ্রেফতার করা হয়। তল্লাশীকালে মাদক ব্যবসার কাজে ব্যবহৃত কাভার্ড ভ্যানটিও জব্দ করা হয়। গ্রেফতারকৃত আসামীরা চট্টগ্রাম হতে কাভার্ড ভ্যানে তুলা বোঝাই করে ঢাকা যাচ্ছিল। তারা কাভার্ড ভ্যানের ভিতরে পণ্য পরিবহনের আড়ালে অভিনব কৌশলে চালকের পিছনের সীটের নিচে ০২টি ট্রাভেল ব্যাগের ভিতর লুকিয়ে ফেনসিডিল নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জের বিভিন্ন মাদক ব্যবসায়ীদের কাছে সরবরাহ করার জন্য আসছিল। মাদক ব্যবসা ছিল তাদের একমাত্র পেশা। জিজ্ঞাসাবাদে তারা আরোও স্বীকার করে যে, দীর্ঘদিন যাবৎ অবৈধভাবে সীমান্ত এলাকা দিয়ে অভিনব কায়দায় নিষিদ্ধ মাদকদ্রব্য ফেনসিডিল বাংলাদেশে প্রবেশ করায় এবং কাভার্ড ভ্যানে বিভিন্ন পণ্য পরিবহনের আড়ালে বিশেষ কৌশলে নিয়ে এসে ঢাকা ও নারায়ণগঞ্জসহ দেশের বিভিন্ন স্থানে সরবরাহ করে আসছে।
গ্রেফতারকৃত আসামীদের বিরুদ্ধে সোনারগাঁ থানায় আইনানুগ কার্যক্রম প্রক্রিয়াধীন।