বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সোনারগাঁ প্রেস ক্লাবের সাবেক সভাপতি মো. বাবুল মোশাররফ মারা গেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
শুক্রবার রাত সাড়ে ১১ টাকায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তিনি শেষ নিশ্বাস ত্যাগ করেন। মৃত্যুর সময় তিনি স্ত্রী ও দুই ছেলেসহ বহু গুণগ্রাহী রেখে গেছেন। মো. বাবুল মোশাররফ দীর্ঘদিন যাবত ফুসফুসের ক্যানসারে ভুগছিলেন। তার মৃত্যুর খবর নিশ্চিত করেছেন সাংবাদিক মিজানুর রহমান।
তিনি আরো জানান, শনিবার সকাল ১০টায় উপজেলার সোনারগাঁ পৌরসভার আমিনপুর মাঠে তার জানাজা শেষে বাগেমুছা গ্রামের পারিবারিক কবরস্থানে দাফন করা হয়।
এদিকে সাংবাদিক মো বাবুল মোশাররফের মৃত্যুতে সোনারগাঁ প্রেস ক্লাব নানা কর্মসূচি হাতে নিয়েছেন। এরইমধ্যে বাদ জোহর উপজেলার কেন্দ্রীয় জামে মসজিদে দোয়ার আয়োজন, কালো ব্যাজ ধারণ করে। শনিবার স্মরণ সভা ও দোয়া মাহফিল ও একটি স্মরণিকা বের করার উদ্যোগ নেয়া হয়েছে।
মো. বাবুল মোশাররফ সাংবাদিকতা জীবনের দীর্ঘ ৪০ বছর বিভিন্ন সংবাদ মাধ্যমে কাজ করেছেন। এর মধ্যে সাপ্তাহিক প্রতিরোধ, দৈনিক জনতা ও দৈনিক ইত্তেফাক উল্লেখযোগ্য। তিনি উপজেলা সাহিত্য নিকেতনের সভাপতি ছিলেন।

