বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জ-৫ আসনের সাংসদ সেলিম ওসমানের অর্থায়নে খানপুর বাসির পানির সংকট দূর করতে ৫ম গভীর নলকূপ উদ্বোধন করা হয়েছে।
শুক্রবার বাদ জুম্মার পর খানপুর কেন্দ্রীয় জামে মসজিদের পাশে এই গভীর নলকূপের উদ্বোধন করেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি খালেদ হায়দার খান কাজল।
এসময় আরো উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জ চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির পরিচালক ফারুক বিন ইউসুফ পাপ্পু, বিকেএমইএ এর সহ সভাপতি (অর্থ) জিএম ফারুক, ১২ নং ওয়ার্ড কাউন্সিলর শওকত হাশেম শকু সহ এলাকার সর্বস্থরের জনগন।
এসময় খালেদ হায়দার খান কাজল বলেন, আল্লাহ যাদের ভালবাসেন তাদের দিয়ে উন্নয়নমূলক কাজ করান। আর দানবীর সাংসদ সেলিম ওসমান আল্লাহ এর ভালবাসার বান্দা। তাই সেলিম ওসমানকে দিয়ে মানুষের সেবার জন্য আজকের এই নলকূপ উদ্বোধন করিয়েছে। আপনার তার সুস্থ্যতা কামনায় দোয়া করবেন।
কাউন্সিলর শকু বলেন, সাংসদ সেলিম ওসমানের অর্থায়নে গভীর নলকূপ স্থাপনের ফলে খানপুর বাসী পানির সংকট থেকে মুক্তি পাবে। তার সহযোগীতায় খানপুর এলাকায় আরেকটি গভীর নলকূপ স্থাপন করা হবে।তাছাড়া নির্বাচনের পরে ১২ নং ওয়ার্ডের প্রতিটি স্থানে সিসি ক্যামেরা লাগানো হবে। এলাকার উন্নয়ন করতে ও আমার অসমাপ্ত কাজগুলো যাতে শেষ করতে পারি সেজন্য আপনারা আমাকে দোয়া করবেন।