নারায়ণগঞ্জ,বিজয় বার্তা ২৪
নারায়ণগঞ্জের আটটি জাতীয় ভিত্তিক ও স্থানীয় পঁয়ত্রিশ টি ব্যবসায়ী সংগঠনের উদ্যোগে ব্যবসায়ী সম্পাদায়ের সফল নেতা সাংসদ সেলিম ওসমানকে নিয়ে অপপ্রচারের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে।
রবিবার সকালে নারায়ণগঞ্জ প্রেস ক্লাবের সামনে এই মানববন্ধন অনুষ্ঠিত হয়।
নারায়ণগঞ্জ চেম্বার অফ কমার্স এর সহ সভাপতি মঞ্জুরুল হক’র সভাপতিত্বে মানববন্ধনে উপস্থিত ছিলেন নারায়ণগঞ্জের সমগ্র
নারায়ণগঞ্জ হোসিয়ারী এ্যাসোসিয়েশনের সভাপতি নাজমুল আলম সজল, বিকেএমই সহ সভাপতি মো. হাতেম, জি এম ফারুক, টাইলস মালিক সমিতির সভাপতি আব্দুল রউফ, ইয়ান মার্চেন্ট এ্যাসোসিয়েশনের সভাপতি লিটন সাহা, নারায়ণগঞ্জ জেলা ট্রাক মালিক সমিতির সভাপতি মতিউল্লাহ মিন্টু, রিভারভিউ ব্যবসায়ী সমিতির সভাপতি রফিক উদ্দিন, নারায়ণগঞ্জ জেলা দোকান মালিক সমিতির সাধারণ সম্পাদক আরিফ হোসেন টিটু, দিগু বাজার আড়ৎদার মালিক সমিতির সভাপতি হাজী আব্দুর কাদিও, সাধারণ সম্পাদক শাহেদ হোসেন ফালান, নারায়ণগঞ্জ জেলা সড়ক পরিবহন মালিক সমিতির সভাপতি হাজী আইয়ুব আলী, বন্ধন মালিক সমিতির সভাপতি আইয়ুন আলী, দেওভোগ পোশাক পস্তুত কারক মালিক সমিতির সভাপতি রফিকুল ইসলাম, নারায়ণগঞ্জ ধান চাউল আড়ৎদার সমিতির সভাপতি মোঃ আলী আক্কাস, নারায়ণগঞ্জ লবণ আড়ৎদার মালিক সমিতির সভাপতি মামুনুর রশিদ, নারায়ণগঞ্জ অভ্যন্তরীণ নৌ চলাচল যাত্রী পরিবহণ সংস্থার সভাপতি আলহাজ মোঃ বদিউর জামান বাদল, নারায়ণগঞ্জ জেলা ট্রাক কভার্ডভ্যান শমিক ইউনিয়নের সাধারণ সম্পাদক এসটি আলমগীর সরকার, নারায়ণগঞ্জ জেলা ছাত্রলীগের সভাপতি সাফায়েত আলম সানি ও মহানগর আওয়ামী মহিলা লীগের সভাপতি ইসরাত জাহান খান স্মৃতিসহ ব্যবসায়ী নেতৃবৃন্দ ও বিভিন্ন সংগঠন নেতৃবৃন্দ।
এসময় বক্তরা বলেন, নারায়ণগঞ্জের কিছু দালাল ও কু চরিত্রের মানুষ ওসমান পরিবারের বিরোধীতা করছে। বামপন্থী দালাল এই সব অরাজগতার সারা বাংলাদেশে সৃষ্ঠি করছে। এই ঘটানা নিয়ে এক শ্রেনির সুশীল সমাজ নাটক তৈরি করছে। তারা পুরো ঘটনা ঠিক মত তদন্ত না করে বামপন্থিদের ডাকে নারায়ণগঞ্জে এসে বিভিন্ন মাববন্ধন করে সাংসদ সেলিম ওসমান বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে। কিন্তু নারায়ণগঞ্জের সচেতন নাগরিক তা কিছুতেই মেনে নেবে না। সরেজমিনে গিয়ে সুশীল সমাজ আপনারা তদন্ত করে আসেন ওই দিন প্রকৃত ঘটনা কি হয়েছিল। আমরা সবাই বঙ্গবন্ধুর আদের্শ ওসমান পরিবারের নেতৃেত্ব রাজনীতি করি। স্বাধীনতার পক্ষের শক্তিকে দূর্বল করার জন্য তার এইসব মিথ্যা অপপ্রচার চালাচ্ছে ।
তারা আরো বলেন, আমাদের দেশের কিছু প্রিন্ট মিডিয়া ও ইলেকট্রনিক মিডিয়া এবং অসাংবাদিক জনাব সাংসদ সেলিম ওসমানের বিরুদ্ধে অপপ্রচার চালাচ্ছে আর দেশের জনগণ কে ভূল তথ্য দিচ্ছে ।নারায়ণগঞ্জ একটি সুন্দর সমাজ নাগরিকদের শহর ।আর এই শহর কাউকে অসুন্দর করতে আমরা দিব না । নারায়ণগঞ্জের জনগণ আমরা আছি ওসমান পরিবারের সঙ্গে এবং থাকব ।অবিলম্বে ইসলাম ধর্ম নিয়ে কটুক্তিকারী শিক্ষক শ্যামল কান্তি ভক্তের শাস্তি দাবি জানান তারা।