বিজয় বার্তা ২৪ ডট কম
নারায়ণগঞ্জের সদর-বন্দরে স্বপ্নের শীতলক্ষ্যা সেতু নির্মাণ প্রক্রিয়া পুরোদমে শুরু হয়েছে। প্রাথমিক পর্যায়ে জমি অধিগ্রহণ কার্য সম্পাদন শেষ করা হলেও পূর্ব প্রদত্ত নোটিশ অনুযায়ী বুধবার হতে নদীর দু’তীরের দু”পাশে (বেদখল হওয়া) সরকারি বেসরকারি দখলদাররা তাদের স্ব স্ব স্থাপনা স্বেচ্ছায় সরিয়ে নিচ্ছে। কারো কারো স্থাপনা এখনো বহাল থাকলেও প্রশাসনের পক্ষ থেকে নোটিশ জারি করা হয়েছে। আগামী ১ সপ্তাহের মধ্যে ওই সকল স্থাপনা সরিয়ে না নেয়া হলে বুলডোজারের সাহায্যে তা ভেঙ্গে গুঁড়িয়ে দেয়া হবে বলে সংশ্লিষ্ট একটি সূত্র জানিয়েছে। বুধবার সরেজমিনে পরিদর্শণকালে অনেককেই তাদের স্থাপনা সরিয়ে নিতে দেখা গেছে। কারো কারো স্থাপনা বিশেষ করে অবৈধভাবে গড়ে তোলা মার্কেট গিয়ে জানা যায়,মদনগঞ্জ-টু সৈয়দপুর অঞ্চল দিয়ে ৩য় শীতলক্ষ্যা সেতু নির্মাণের লক্ষ্যে নদীর দু’তীরে যে সকল জমি অধিগ্রহণ করা হয়েছে সেগুলোর মধ্যে সৈয়দপুর অঞ্চলে সরকারের খাস জমি পড়লেও মদনগঞ্জের বাংলাদেশ রেলওয়ে ও ব্যাক্তি মালিকানা জমির অস্তিত্ব পাওয়া গেছে। এর মধ্যে কিছু কিছু জমির উপর বিরোধী দলীয় বিশেষ করে জাতীয় পার্টি ও বিএনপি’র স্থানীয় পর্যায়ের কার্যালয়ও রয়েছে। এছাড়া অগ্রভাগই কাঠের সমিল,কিন্ডার গার্টেন,বাজারের দোকান পাটসহ প্রায় দু’শতাধিক ব্যবসা প্রতিষ্ঠান রয়েছে।