প্রেস বিজ্ঞপ্তি,বিজয় বার্তা ২৪ ডট কম
মাদক বিরোধী আন্দোলনের কর্মী ও মানব কল্যাণ পরিষদ চেয়ারম্যান এম এ মান্নান ভূঁইয়া সন্ত্রাসী ও মাদক ব্যবসায়ীদের অতর্কিত হামলায় নির্মমভাবে আহত হন গত ১৮ই আগষ্ট। গুরুতর আহত অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে অস্ত্র প্রচার শেষে নারায়ণগঞ্জ ৩০০ শয্যা বিশিষ্ট হাসপাতালে ২০নং ওয়ার্ড ভিআইপি কেবিনে চিকিৎসা গ্রহণ করে গত ৫ই সেপ্টেম্বর হাসপাতাল থেকে রিলিজ নিয়ে সিদ্ধিরগঞ্জ থানার পশ্চিম আইলপাড়ার বাড়িতে ওঠেন। বর্তমানে তার সুস্থ হতে আরও অনেক সময় লাগবে। তাই দ্রুত সুস্থতার জন্য আল্লাহর অশেষ রহমত ও নারায়ণগঞ্জ বাসীর দোয়া কামনা করেছেন মান্নান ভূঁইয়া ও তার পরিবার। এই ঘটনায় সমাজকর্মী মান্নান ভূঁইয়া বলেন মামলা তুলে নেওয়ার জন্য মামলার আসামীরা ও আসামীদের বাহিনীসহ ৪জন আসামী জামিনে বেরিয়ে আমাকে বিভিন্ন ভাবে হুমকী ধামকী দিচ্ছে। আবারও যে কোন সময় হামলা করে হত্যা করতে পারে বলে আমি আশংকা করছি। এ ব্যাপারে সাংবাদিক ভাই সহ নারায়ণগঞ্জ জেলা প্রশাসন ও সকলের আন্তরিক সহযোগিতা কামনা করছি এবং আমার এই বিপদে যারা পাশে থেকে সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি।
